ভারত বিশ্বকাপ ঘিরে অনেক আশার মশাল জ্বালিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল চন্ডিকা হাথুরুসিংহের দল। কিন্তু বিশ্বকাপে গিয়ে ভক্ত-সমর্থকদের পুরোপুরি নিরাশ করেছে তারা। এমনকি নেদারল্যান্ডসের মত আইসিসির সহযোগী দেশের কাছেও হেরে দেশে ফিরেছে বাংলাদেশ।
ব্যর্থ বিশ্বকাপ যাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে লাল সবুজ বাহিনী। দেশে আসতে না আসতেই ব্যর্থ বিশ্বকাপ মিশন নিয়ে ইতোমধ্যে কাটা-ছেঁড়া শুরু হয়ে গেছে। চারদিক থেকে ধেঁয়ে এসেছে সমালোচনার বান। বিশ্বকাপ ব্যর্থতার দায় অনেকাংশেই পড়েছে নিজের দ্বিতীয় মেয়াদের মত টাইগারদের হেড কোচের দায়িত্ব নেয়া চন্ডিকা হাথুরুসিংহের উপর। তার কাছ থেকে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট চেয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আমরা একটি টিম রিপোর্ট চেয়েছি। এছাড়া হেড কোচ এবং টিম ডিরেক্টর এর থেকে রিপোর্ট চেয়েছি। তারা রিপোর্টগুলো দিলে ব্যর্থতার বিস্তারিত কারণগুলো আমরা জানতে পারবো।’
এছাড়া দল সংশ্লিষ্ট সবার উপরই ব্যর্থতার দায় দিয়েছেন জালাল ইউনুস, ‘এখানে আমাদের সবাইকে দায়বদ্ধতা নিতে হবে। আমরা তা মেনেও নিয়েছি। দল খারাপ করলে আমাদের তা মেনে নিতে হবেই। হোক সেটা বোর্ড বা আমার কমিটি সবাইকেই নিতে হবে। এটা আমরাও স্বীকার করে নিয়েছি।’
তবে দলগত পারফর্মেন্সে জালাল নিজেও তার হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনারাও জানেন, দলের থেকে আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল। যে কোন আসরের আগে প্রতিটা দলের একটি লক্ষ্য থাকে, আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলা৷ সেটা সম্ভব না হলেও আসরের অন্তত চার-পাঁচটা ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করা যেত। কিন্তু দল এতোটা বাজে করলো কেন, সেটা আমরাও জানি না।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমএস/এমটি