ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণের পর জোয়ার উঠেছিল—টিম ইন্ডিয়ার প্রধান কোচের অধ্যায় শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। চলমান সব গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ড জানিয়েছে, টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্বেই থাকছেন রাহুল দ্রাবিড়। শুধু তাই নয় সাপোর্ট স্টাফদের সঙ্গেও চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে বিসিসিআই।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের পরই দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। পরে দুপক্ষের আলোচনায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানায় বিসিসিআই।
২০২১ সালে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন দ্রাবিড়। তার অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে কোহলি-রোহিতরা। সবশেষ ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার হারের পর টিম ইন্ডিয়ার সঙ্গে দ্রাবিড় অধ্যায় শেষের গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জনে এবার পানি ঢেলে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।
এদিকে দ্রাবিড়ে ফের আস্থা রাখলেও তার সঙ্গে চুক্তি কবে নাগাদ পর্যন্ত তা জানায়নি বিসিসিআই। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি—২০২৪ সালের জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়ের কাঁধে থাকবে কোচের দায়িত্ব।
অপরদিকে তার সঙ্গে চুক্তি নবায়নের পর বিসিসিআইকে ধন্যবাদ দিয়ে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই সময় আমাকে সমর্থন দেওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ’
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবদের ভরাডুবির কারণ খুঁজতে তদন্ত কমিটি ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এমএইচটি