Connect with us
ক্রিকেট

সমালোচকদের এক হাত নিলেন প্রধান নির্বাচক নান্নু

সমালোচকদের এক হাত নিলেন প্রধান নির্বাচক নান্নু। ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়কসহ দল সংশ্লিষ্ট অনেককেই কাঠগড়ায় তুলেছেন অনেকে। বিষয়টি খুব স্বাভাবিকও কারণ দল গঠন এবং প্লেয়ার নির্বাচনের ক্ষেত্রে এদের হস্তক্ষেপই সবচেয়ে বেশি থাকে। ফলে দল খারাপ করলে তার দায়ভারও সবচেয়ে বেশি বর্তায় টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, কোচ, অধিনায়কের উপর। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের নাজেহাল অবস্থার জন্য টিম ম্যানেজমেন্টকে দায়ী করেছেন অনেকেই। এর মধ্যে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ঘিরে কিছু গণমাধ্যম বেশ কিছু সংবাদ প্রচার করেছে। সেখানে দলের এমন ধ্বজভঙ্গ পারফরমেন্সের দায় নান্নুর কাঁধে চাপানোর পাশাপাশি তার কাজ এবং বেতনের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়। মিনহাজুল আবেদীন নান্নু দাবি করেছেন, মূলত তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেই এমনটি করা হয়েছে।

গণমাধ্যমকে নান্নু জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কত রকমের কথাই তো হয়! কিছু দিন আগে আমাকে আক্রমণ করে বলা হয়েছিল আমি নাকি পাঁচ লক্ষ টাকা বেতন নিই। ১০ বছর চাকরি করে বিসিবির সাথে চুক্তিতে থাকার পরেও বোর্ডে গিয়ে দেখতে পারেন আমি কত বেতন পাই। যারা এসব মিথ্যা নিউজ করছেন তাদের লজ্জা থাকা উচিত।’

এক টেলিভিশন শো তে বাংলাদেশের সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্না নান্নুর কাজ নিয়ে সমালোচনা করেছিলেন। তাকেও জবাব দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। ‘বাংলাদেশের ক্রিকেটে যারা কোনো অবদান রাখেনি তারাই আমাকে নিয়ে এসব কথা বলে বেড়ায়। তারা বরং ক্রিকেটের ক্ষতি করছে।’

‘সাবেক খেলোয়াড় তান্না সাহেবও দেখলাম এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। দেশের ক্রিকেটে তিনি নিজে কি অবদান রেখেছেন? সে চাইলে চট্টগ্রামে গিয়ে আমার বাপদাদার সম্পত্তি দেখে আসলেই তো পারে। তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে চলি, আমার পরিবার কিভাবে চলে। কিন্তু এসব কথা বলার তার কোনো অধিকার নেই। যারা আমার বিষয়ে মিথ্যা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করি। বাংলাদেশ সরকারের প্রতিও আমি এ আবেদন জানাই। এসব মিথ্যা সংবাদ নিয়ে যারা কাজ করছে তারা শুধু দেশের ক্রিকেটের ক্ষতিই করে বেড়াচ্ছে।’

‘বোর্ডের সাথে বিষয়টি নিয়ে আমার ইতোমধ্যে আলোচনা হয়েছে। না জেনে বুঝে যারা এসব মিথ্যাকে পুঁজি করে আমাকে ট্রোল করছেন তাদেরকে বলবো মিথ্যা কিছু নিয়ে আগানোটা ঠিক নয়। আপনি সত্যটা জানলে তবেই বলুন। সত্যের সাথে চলুন। দেশকে ভালোবেসে দেশের হয়ে কাজ করুন’ – যোগ করেন নান্নু।

আরও পড়ুন: ২০২৪ ইউরোর গ্রুপিং চূড়ান্ত, চিন্তায় স্পেন-ইতালি-ক্রোয়েশিয়া

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট