ক্রিকেট মাঠে খুব ভালো সময় পার করছে বাংলার মেয়েরা। ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে এবার বিদেশের মাটিতেও বড় সাফল্য পেল জ্যোতিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৫০ রানের বিশাল টার্গেট দিলে ১৩৬ রানেই আটকে যার প্রোটিয়া মেয়েরা।
রবিবার বেনোনির উইলোমোর পার্কে শুরতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার শামিমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৩৫ রান তুলে নেয় এই ওপেনিং জুটি। ৪৪ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ৭ম ওভারে একটি ছক্কা হাকানো শামিমা ওই একই ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান।
শামিমা ফিরে গেলে নতুন ব্যাটার সুবহানা মোস্তারিকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন মুর্শিদা। দলীয় ৮৩ রানের মাথায় ১৬ রান করে আউট হয়ে যান সুবহানা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা মিলে নির্ধারিত ২০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলেন। মুর্শিদা অর্ধশতক হাকিয়ে ৫৯ বলে ৬২ এবং জ্যোতি ২১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে নন্দোমিসো সাংগাসে এবং এলিজ মার্ক্স ১ টি করে উইকেট নেন
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দুই ওপেনার অ্যানেক বোস তাজমিন ব্রিটস। ৩০ রান করে ব্রিটস আউট হয়ে গেলে ভেঙে যায় ৬৯ রানের উদ্বোধনী জুটি। প্রথম উইকেটটি শিকার করেন রাবেয়া খাতুন।
ব্রিটস ফিরে যাওয়ার পর পরই ফাহিমা খাতুনের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নতুন ব্যাটার অ্যানেরি ডারকসেন। এরপর সুন লুসকে নিয়ে বোসের গড়া ৩২ রানের জুটি ভেঙে দেন স্বর্ণা আক্তার। তবে বোস একাই লড়ে যাচ্ছিলেন জয়ের লক্ষে। তবে ৬৭ রানের মাথায় সমাপ্তি ঘটে তার লড়াকু ইনিংসের।
বোসকে ফেরানোর পর একই ওভারে স্বর্ণা আরেকটি উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের কাছে। শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানেই আটকে যায় প্রোটিয়া নারীরা।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার একাই ৫ টি উইকেট নেন। এছাড়া নাহিদা, ফাহিমা এবং রাবেয়া ১ টি করে উইকেট নেন। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল জ্যোতিরা।
আরও পড়ুন: বিশ্বকাপে ‘টাইমড আউট’ কান্ডের পর আবার মুখোমুখি সাকিব-ম্যাথিউস
ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমটি