প্রথম ম্যাচ হারের পর আজ ঘুরে দাঁড়াতে চাইবে সিঙ্গাপুর। অন্যদিকে শুক্রবার তাদের ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুর মাঠে দুপুর ৩টায় সিঙ্গাপুরের নারী ফুটবলারদের বিপক্ষে মাঠে নামবে বাংলার নারী ফুটবল টিম।
র্যাংকিংয়ে নিজেদের থেকে বারো ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে জয়ের জন্য দ্বিতীয় ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে সিঙ্গাপুর, এমনটাই মনে করেন বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচের আগে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ দেখে ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা নিয়ে ওরা নানা কৌশলে তারা আমাদের বিপক্ষে মাঠের খেলায় ব্লক করতে চাইবে। আমরা যেন গোল না করতে পারি তেমন চেষ্টাও তারা করবে। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’
এদিকে প্রথম ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন তহুরা। দ্বিতীয় ম্যাচেও পেতে চান গোলের দেখা। তিনি জানান, ‘প্রথম ম্যাচে গোল করতে পেরেছি এটা ভালো দিক। দ্বিতীয় ম্যাচেও গোল করতে চাই। দলকে জেতাতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। জয়ের জন্য আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলবো। তবে শেষ ম্যাচে সিঙ্গাপুর আরও বেশি আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে। তবে আমরা প্রস্তুত থাকব।’
এর আগে ২০১৭ সালে সিঙ্গাপুরের মাটিতে প্রথমবার তাদের মুখোমুখি হয়ে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশের নারীরা। গেল শুক্রবার ঘরের মাঠে গোল ব্যবধান আরও বাড়িয়ে সিঙ্গাপুরের নারীদের পরাজিত করে বাংলাদেশ। তাই এই ম্যাচ সিঙ্গাপুরের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।
যেভাবে দেখা যাবে ম্যাচ: বাংলাদেশ-সিঙ্গাপুর নারী ফুটবল দলের ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস অ্যাপ ও তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন যিনি, তার গোলেই বাংলাদেশের জয়
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৩/এসএফ/এজে