Connect with us
ক্রিকেট

বাভুমাকে ছাড়াই ভারতের বিপক্ষে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

বাভুমাকে ছাড়াই ভারতের বিপক্ষে দল ঘোষনা করল দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

চলতি মাসেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

ভারতের বিপক্ষে সাদা বল ক্রিকেটের সিরিজে বাভুমা না থাকলেও টেস্ট সিরিজে দলে থাকবেন তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানায়, টেস্ট সিরিজের পুরোপুরি মনোনিবেশ করার জন্যই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বাভুমাকে।

বিশ্বকাপে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন বাভুমা। তার নেতৃত্বে দল সেইম খেললেও হাসেনি তার ব্যাট। ৮ ইনিংসে ১৮.১২ গড়ে ১৪৫ রান করেন তিনি। বিশ্বকাপে ইনজুরির কারনে কয়েকটি ম্যাচ খেলতে পারেনি এই অধিনায়ক। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া এইডেন মার্করামই আসন্ন এই সাদা বল ক্রিকেটের সিরিজে নেতৃত্ব দেবেন।

আগামী ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই পূর্ণাঙ্গ সিরিজে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেবলে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের জন্য এখনো দল ঘোষণা করা হয়নি।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : এইডেন মার্করাম, নান্দ্রে বার্গার, ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কোয়েটজে, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, লিজার্ড উইলিয়ামস ও ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এইডেন মার্করাম, নান্দ্রে বার্গার, ওটনিয়েল বার্টম্যান, টনি ডি জোর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশভ মহারাজ, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলো ফেহলুকায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, লিজার্ড উইলিয়ামস ও কাইল ভেরেইনি।

 

আরও পড়ুন: সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০৪ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট