চলতি মৌসুমে ফুটবলে খুব দারুণ সময় পার করছে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের পাশাপাশি নিজ ক্লাব আল নাসরের হয়েও নিয়মিত গোল করে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। তবে এর মধ্যেই একটি দুঃসংবাদ পেয়েছে রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে দেখা যাবে না রোনালদোকে।
সৌদি প্রো লিগে ২০২৩-২৪ মৌসুমটা ভালো কাটছে আল নাসরের। গত মৌসুমের ভরাডুবি কাটিয়ে এই মৌসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রোনালদো বাহিনী। লিগে ২য় অবস্থানের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপের শীর্ষে আল নাসর।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে টানা পাঁচ জয় নিয়ে আগেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করা আল নাসর আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলনের মুখোমুখি হবে । তবে এই ম্যাচে রোনালদোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগেই শেষ ষোলো নিশ্চিত করায় রোনালদোকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছে না নাসর বস লুইস কাস্ত্রো। কেননা এর আগে সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে ম্যাচে ঘাড়ে ব্যাথা পেয়েছিলেন রোনালদো। তাই মঙ্গলবার বিশ্রাম নিয়ে আগামী সপ্তাহে আল রিয়াদের সঙ্গে ম্যাচে মাঠে ফিরতে পারেন এই তারকা ফুটবলার।
আরও পড়ুন: সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/০৪ডিসেম্বর২৩/এমটি