সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বিসিবি থেকে জানায় ঢাকা টেস্টের আগে টাইগার ক্রিকেটারদের সাথে নৈশভোজ করবেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
ঘোষণা অনুযায়ী আজ সোমবার (৪ ডিসেম্বর) ডিনার করতে টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি বস। ডিনার শেষে পাপন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দল এই মুহুর্তে একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে।
দলে সিনিয়ররা সবসময় থাকবে না মনে করিয়ে দিয়ে পাপন বলেন, অনেকে অনেক সময় বলে এ নাই কেনো, ও আসলো কেনো। এগুলো এখন একটু চলেবে। চলবে কারণ হলো যখন রিয়াদ, তামিম, সাকিব, মুশফিকদের মতো প্লেয়ার থাকবে না, তখন যেন এই উপমহাদেশের অন্য দেশগুলোর মতো আমাদের গুছিয়ে নিতে তিন চার বছর সময় না লাগে।
বিসিবি বস আরো বলেন, এমন অনেক নজির আছে তিন-চার বছরেও আগের মতো দল গড়ে তুলতে পারেনি। আমি চাই আমাদের যেন ওই সময়টা না লাগে। অল্প সময়ের মধ্যেই যেন ভাল দলে পরিণত হতে পারি।
আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দুঃসংবাদ পেল রোনালদো
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৩/এমএ