সিলেটে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ নিয়ে আগামীকাল বুধবার ঢাকা টেস্টে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচ হবে এটি। এক ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ এই টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে। সম্ভাবনার এই ম্যাচের আগের দিন কৌতুহল রেখেছেন টাইগার কোচ হাথুরুসিংহে। দেননি বেশি তথ্যও।
মিরপুরের হোম অব ক্রিকেটে টাইগারদের শেষ টেস্টের আগের দিন আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে দল নিয়ে খুব বেশি তথ্য দেননি চান্ডিকা হাথুরুসিংহে। কেন বেশি তথ্য দিলেন না, তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, বেশি তথ্য এখন দিতে চাই না। কারণ নিউজিল্যান্ড হয়তো এই দলের কথা শুনবে। তাই মিরপুরের উইকেটের ওপর নির্ভর করবে আর নিউজিল্যান্ডের সীমাবদ্ধতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী।
তবে একটা ইঙ্গিত দিয়ে হাথুরু বলেছেন, আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে। যদিও নিউজিল্যান্ড স্কিলের দিক থেকে খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ।
মাঠের কন্ডিশন এবং বিপক্ষ দলকে দেখে একাদশ সাজানো হয়। তাই আমরাও সেভাবে সাজাবো। তাছাড়া আমাদের এখন সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস।
আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এর আগে প্রথম টেস্টে ১৫০ রানে জিতে এগিয়ে আছে বাংলাদেশ দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই প্রথম টেস্ট জয়।
আরও পড়ুন: ঝুলিয়ে রাখার পর হারিস রউফকে সুসংবাদ দিলো পিসিবি
ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এজে