দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। গেল রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ে দারুণ পারফরমেন্স করেন ক্রিকেটাররা। এরপর সেদিনই ভালো খেলার পুরস্কার হিসেবে আইসিসি কর্তৃক টি-টোয়েন্টি প্লেয়ারদের হালনাগাদকৃত র্যাংকিংয়ের ছয় অবস্থানে উন্নতি হয়েছে বাংলাদেশের পাঁচ নারী ক্রিকেটারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। সেই ম্যাচে মুর্শিদা খেলেছিলেন ৫৯ বলে ৬২ রানের অপরাজিত একটি ঝলমলে ইনিংস। নিগার সুলতানা ছিলেন কিছুটা আগ্রাসী। অপরাজিত ছিলেন ২১ বলে ৩৪ রান করে। শামীমা সুলতানা করছেন ২৪ বলে ২৪ রান। এতে করেই নারী টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে এগিয়েছেন এই তিন ব্যাটার।
নতুন র্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৪৫ নম্বরে উঠে এসেছেন মুর্শিদা। দারুণ ব্যাটিং করে নিগার সুলতানাও ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। শামীমা সুলতানা ও দুই ধাপ উন্নতি করে আছেন ৬২ নম্বরে। তাদের পাশাপাশি বোলারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন রাবেয়া খান, স্বর্ণা খাতুন ও ফাহিমা খাতুন। স্বর্ণা এগিয়েছেন অলরাউন্ডার তালিকায়ও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পাওয়ায় লেগ স্পিনার স্বর্ণা খাতুন র্যাংকিংয়ে দিয়েছেন বড় লাফ। ৪৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০৫ নম্বরে। আরেক লেগ স্পিনার রাবেয়া খানেরও হয়েছে উন্নতি। ৫ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন তিনি। ৪ ধাপ এগিয়ে ফাহিমা খাতুন রয়েছেন ৪৬ নম্বরে। অন্যদিকে ৩৮ ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ৭৯ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা খাতুন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ রাত দশটায় মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এসএফ/এজে