ইতিহাস গড়ার হাতছানি দিয়ে মাঠে নেমে খাবি খাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরের হোম অব ক্রিকেটে কুয়াশা ভেজা মাঠে টস জিতে ব্যাটিং নিয়ে শুভ সূচনা করতে পারেনি বাংলাদেশ দল। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান দলকে বিপদে ফেলে যাওয়ার পর একে একে সাজঘরে ফিরেছেন চারজন।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘন্টার ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৫ রান। ড্ররিংকস ব্রেকের পর মুমিনুল হকও বিদায় নিলে ৪১ রানে পড়ে যায় ৩ উইকেট। পরে আরও একটি উইকেট হারালে ১৫ ওভারেই সাজঘরে চলে যান ৪ ব্যাটার।
যেখানে দিনের প্রথম ১০ ওভার শেষে বিনা উইকেটে ২৮ রান বাংলাদেশের। সেখানে ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে রান ওঠে ৪৭। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৪ উইকেটে ৬৬ রান তুলেছে বাংলাদেশ। নবাগত শাহাদাত হোসেন দীপুকে নিয়ে ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
১০.৩ ওভারে তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ২৪ বলে ৮ করে থামেন বাঁহাতি ওপেনার। পরের ওভারে একই পথে সাজঘরে যান জয়। এজাজের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ১৪ করে।
২৯ রানে ২ উইকেট পড়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে আসেন মুমিনুল হক। কিন্তু তিনিও হতাশ করেন। ১০ বলে ৫ রানের সময় সেই এজাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ঠিক পরের ওভারেই ফিরে যান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুখবর পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এজে