Connect with us
ক্রিকেট

যে কারণে লোগো উন্মোচনের ভিডিওতে বিশেষভাবে রয়েছে বাংলাদেশ

T-20 WC 2024
যে কারণে লোগো উন্মোচনের ভিডিওতে বিশেষভাবে রয়েছে বাংলাদেশে। ছবি- সংগৃহীত

আগামী বছর ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ হলেও দলের হিসেবে সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছর। ২০ দলকে নিয়ে ৫৫ ম্যাচ সংখ্যার কোনো বিশ্বকাপ এর আগে কখনো আয়োজন করেনি আইসিসি। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) লোগো উন্মোচন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি (আইসিসি)।

কিছু দিন আগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত আইসিসির কোনো আসরে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে ইতিহাস তৈরি করে আফ্রিকার দেশ উগান্ডা। আসরটির ২০ তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ চূড়ান্ত করে দলটি। আগামী বছর জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে সংস্করণটির নবম আসর বসবে। আজ দুপুরে লোগো উন্মোচনের বিষয়টি নিজেদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আইসিসি।

বরাবরের মত আসন্ন বিশ্বকাপের লোগোতেও আয়োজক দেশগুলোর ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ফুটিয়ে তুলতে ভুল হয়নি। আসন্ন ২০ ওভারের সংস্করণের বিশ্বকাপের লোগোতে যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা এবং উন্ডিজদের তালগাছ জায়গা পেয়েছে। আগামী বিশ্বকাপটি সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের হতে যাচ্ছে বলে জানায় আইসিসি।

লোগো উন্মোচনের পাশাপাশি এক মিনিট ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভিডিওতে বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করেছে আইসিসি। কেননা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।

এছাড়া সেখানে ২০ ওভারের ক্রিকেটকে তিন শব্দে সংজ্ঞায়িত করা হয় – ব্যাট, বল, শক্তি। টি-টোয়েন্টিতে এগুলোকে মূল উপাদান হিসেবেও ধরা হয়ে থাকে। ২০২৪ সালের জুনের ৪ তারিখ আসরটি শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।

 

আরও পড়ুন:  মাঠে ফিরতে মরিয়া মাহমুদুল্লাহ, মিরপুরে শুরু করেছেন অনুশীলন

ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট