Connect with us
ক্রিকেট

যেদিন দেখবো হাঁটতে পারছি না, সেদিন আইপিএল ছেড়ে দেব: ম্যাক্সওয়েল

Glenn Maxwell IPL
যেদিন দেখবো হাঁটতে পারছি না, সেদিন আইপিএল ছেড়ে দেব: ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

বিশ্বের সেরা কয়েকজন হার্ড হিটারের নাম বলতে গেলে সেখানে গ্লেন ম্যাক্সওয়েল এর নাম অবধারিতভাবেই আসবে। আর এমন হার্ড হিটারদের সবচেয়ে বেশি কদর করা হয় বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে। এর মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হলো ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। বরাবরের মত এবারও যে আইপিএলের হট কেক থাকবেন এই অজি অলরাউন্ডার তা নিয়ে কারোরই সন্দেহ নেই। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও ব্যাট হাতে কিছু ম্যাচে ঝড় তুলতে দেখা গেছে এই হার্ড হিটারকে।

অবশ্য আইপিএলের প্রতি ম্যাক্সওয়েলের যেন কৃতজ্ঞতার শেষ নেই। ম্যাক্সি মনে করেন, আইপিএলকে তিনি এ পর্যন্ত যতটা না দিয়েছেন তার চেয়ে আইপিএল তাকে অনেক বেশি কিছু দিয়েছে।

ক্যারিয়ারের শেষ অপরাহ্নে থাকলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই খেলে যাচ্ছেন ম্যাক্সওয়েল। তবে হয়তো আর খুব বেশি দিন আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে না টি-টোয়েন্টির এই ব্যাটিং দানবকে। যদিও অবসরের পরিকল্পনা এখনো করেননি বলে জানান ম্যাক্সওয়েল। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছে আছে এই অজি অলরাউন্ডারের।

আইপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে ম্যাক্সি জানান, ‘ভবিষ্যতে যতগুলো টুর্নামেন্টে আমি খেলবো, তার মধ্যে আইপিএল হবে সর্বশেষ টুর্নামেন্ট। যেদিন দেখবো হাঁটতে পারছি না, সেদিন আইপিএল ছেড়ে দেবো।’

‘আমার ক্যারিয়ারে আইপিএলের ভূমিকা যে কত বড় তা নিয়েই কথা বলছিলাম; যেসব কোচের অধীনে খেলার সুযোগ হয়েছে, যাদের সাথে মেশার সুযোগ হয়েছে, যেসব আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সুযোগ হয়েছে – আমার ক্যারিয়ারে এই আসরের অবদান আসলে বলে শেষ করতে পারবো না।’

সময়ের সেরা ক্রিকেটাররাই আইপিএলে সুযোগ পায় বলে এখান থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আপনি দুই মাসের জন্য ডি ভিলিয়ার্স-কোহলির সতীর্থ হিসেবে থাকবেন। তাদের সাথে বসে ম্যাচ দেখতে দেখতে আলাপ করবেন। শেখার জায়গা থেকে হিসেব করলে কোনো ক্রিকেটারের জন্য এর থেকে বেশি কিছু আর চাওয়ার আছে বলে মনে হয় না’ – যোগ করেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন: বড় জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল

ক্রিফোস্পোর্টস/০৮ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট