ক্রিকেটের একদম আদি কাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি সংস্করণের সাথে পরিচিত হয়েছে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা। টেস্ট ক্রিকেট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর সবশেষ সংস্করণ হলো টি-টেন। সম্প্রতি শুরু হওয়া এই সংস্করণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ব্যাটে-বলে দুই দলের ধুন্ধুমার লড়াই। এবার সেই ১০ ওভারের সংস্করণেই অবিশ্বাস্য এক কীর্তি গড়লো স্পেনের এক ক্রিকেটার।
ইউরোপিয়ান টি-টেন লিগে অনবদ্য এক কীর্তি গড়ে তুমুল আলোচনার সৃষ্টি করেছেন স্পেনের বাঁ হাতি ব্যাটসম্যান হামজা সালিম দার। কাতালুনিয়া জাগুয়ার-সোহাল হসপিটালেটের মধ্যকার চলমান ম্যাচে মাত্র ৪৩ বলে ১৯৩ রানের অবিশ্বাস্য এই কীর্তি গড়েন হামজা। ৪৪৯ স্ট্রাইক রেটে ব্যাট করা এই বাঁ হাতি মোট ছক্কা হাঁকান ২২ টি আর চার মারেন ১৪ টি।
টি-টেন লিগে ১৯৩ রানের ইনিংসটির পাশাপাশি হামজার আরও ৩ টি শতক এনং ৫ টি অর্ধশতক আছে। তার মোট রান সংখ্যা হলো ১২৮৮। একই সঙ্গে ডান হাতে মিডিয়াম পেস করা হামজা ৩১ টি উইকেটও শিকার করেছেন।
এমন অবিশ্বাস্য ইনিংসের পর টি-টেন এর যাবতীয় রেকর্ড যে তিনি ভেঙে দিবেন তাতে বিস্ময়েরও কিছু নেই! ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পথে শুরুতে মাত্র ২৪ বলেই শতক তুলে নেন হামজা। ব্যাটসম্যানের অবিশ্বাস্য এই ইনিংসটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন: যেদিন দেখবো হাঁটতে পারছি না, সেদিন আইপিএল ছেড়ে দেব: ম্যাক্সওয়েল
ক্রিফোস্পোর্টস/০৮ডিসেম্বর২৩/এমএস/এমটি