Connect with us
ক্রিকেট

টেস্ট সিরিজের মধ্যেই আজ নিউজিল্যান্ডে উড়াল দিচ্ছে বাংলাদেশ

বিমানে উঠছে বাংলাদেশ দল। ফাইল ছবি

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরের এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুরে। প্রথমবারের মতো কিউইদের টেস্ট সিরিজে পরাজিত করার স্বপ্ন দেখছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ভালো লিড দিতে পারলে থাকছে সেই সম্ভাবনা।

টেস্ট সিরিজের পরেই টাইগাররা অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ডের মাটিতে। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। তাই আজ শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগারদের একাংশের একটি বহর। প্রথম বহরে আজ যাচ্ছেন ওয়ানডে স্কোয়াডে থাকা এনামুল হক বিজয়, রাকিবুল হাসান, তানজিদ তামিমদের মতো টেস্ট দলের বাইরে থাকা বাকি ক্রিকেটাররা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ টেস্ট দলে থাকা সদস্যরা যাবেন ১১ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে। এই সফরে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে কিউইদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন শান্ত।

চলমান টেস্ট সিরিজে পারিবারিক কারণে ছুটিতে আছেন লিটন দাস। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের রঙিন পোশাকের দলে ফিরছেন তিনি। এছাড়া আসন্ন ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন বিশ্বকাপে না থাকা আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা স্পিনার রাকিবুল হাসান।

বাংলাদেশ ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী মিরাজ, শেখ মেহেদী, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও তানভীর ইসলাম।

আরও পড়ুন: বাংলাদেশের যুবাদের এশিয়া কাপ শুরু আজ, সরাসরি দেখবেন যেভাবে

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট