Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

নেইমারের সুস্থতার সর্বশেষ আপডেট, কবে নামবেন মাঠে?

বেশ কিছুদিন যাবত চোটের কারণে মাঠের বাইরে রয়েছে ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের বড় একটা অংশ চোটের কারণে মাঠের বাইরে পার করতে হয়েছে তাকে। একই কারণে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ কিছু ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। করাতে হয়েছে অস্ত্রোপচার, পুনর্বাসনের জন্য রয়েছেন বিশেষ চিকিৎসাধীন প্রক্রিয়ায়।

গত ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাটুতে চোট পান নেইমার। এরপর ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে বাঁ হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট সারাতে অস্ত্রোপচার হয় এই ব্রাজিলিয়ান তারকার। বর্তমানে তিনি যাচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে।

এদিকে শঙ্কা জেগেছে যুক্তরাষ্ট্রে আয়োজিত আসন্ন কোপা আমেরিকায় তার খেলা নিয়ে। সাধারণত এধরণের চোট সারতে ৯ থেকে ১২ মাস সময় লাগে। তবে অ্যাথলেটদের ক্ষেত্রে আরেকটু কম সময় লাগতে পারে। তবুও এই সময়ের মধ্যে সুস্থ্য হয়ে মাঠে ফিরে দলের সাথে মানিয়ে নেয়া তার জন্য কঠিনই হতে পারে।

কিছুদিন আগে এনআর স্পোর্টস এক্সে আপলোডকৃত এক ভিডিও পোস্ট করে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেছিল। সেখানে এক ভিডিওতেই আলাদা আলাদা অনেক গুলো ফুটেজ দেখা যায়। একটি স্ট্রেসরের মত বিছানায় শুয়ে থেকে চিকিৎসা নেন তিনি। দেখা যায় তাকে একাধিকবার ব্যথায় কুঁকড়ে উঠতেও।

এক্স পোস্টটি ইউটিউবে শেয়ার করে এনআর স্পোর্টস উল্লেখ করেছিল, নেইমার কি পরিমান ব্যথা সহ্য করছেন তা আমরা ভাবতেও পারবো না। সেখানে আরো বলা হয়, ‘তার সবথেকে বড় ব্যথাটা হয়তো মাঠের বাইরে থাকা। তবে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং সবার শুভেচ্ছা বার্তায় আস্থা রেখে সে ফিরে আসছে। আমরা এখন দিন গুনছি তার ফিরে আসার।’

তবে ফিরে আসার পথ নেইমারের জন্য এতটাও সহজ হবে না। কয়েকটি ধাপ পেরিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাকে। চোট সারার পর শক্তি অর্জন করে দ্রুত নিজেকে আগের গতিতে ফিরিয়ে আনা সবথেকে বড় চ্যালেঞ্জ। এতগুলো ধাপ পেরিয়ে নিজেকে ফিট করে তার জন্য কোপা আমেরিকায় ফেরাটা তাই বেশ অনেকটাই কঠিন হবে। কেননা আগেও মেটাটারসাল চোট এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভুগলেও এবারের চোট আগের চেয়ে অনেক বেশি গুরুতর।

ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক জানিয়েছেন, নেইমারের সুস্থ হয়ে মাঠে ফিরতে লাগতে পারে প্রায় ৯ মাস। এই সময়ে পুনর্বাসনের ভেতর দিয়েই মাঠে নামার জন্য প্রস্তুত হবেন তিনি। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, শেষ মুহূর্তে নেইমার ফিরলেও গ্রুপপর্বে তাঁর খেলার সম্ভাবনা দেখা যায় না। তবে ব্রাজিল নকআউট পর্বে গেলেও তাড়াহুড়ো করে তাকে খেলাবে কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

আরও পড়ুন: রোনালদোর গোল ও অ্যাসিস্টে আল নাসরের গোলৎসব

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি