সদ্য সমাপ্ত বিশ্বকাপে হাত ছোঁয়া দূরত্ব থেকে শিরোপা বঞ্চিত হতে হয়েছিলো স্বাগতিক ভারতকে। পুরো আসরে মাত্র একটি ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে, সেটাও আবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে। শিরোপা হারানোর আক্ষেপে ড্রেসিংরুমে বিরাট কোহলি-রোহিত শর্মাদের চোখের জলও ঝরেছিলো। এবার ভারতের সেই ফাইনালের হারকে ২০১৫ সালের বিশ্বকাপ সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গে হারের তিক্ত অভিজ্ঞতার সাথে তুলনা করলেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। সাথে তিনি আরও বলেন, এই হারের অভিজ্ঞতা নাকি অনেকটা প্রেমিকার সাথে বিচ্ছেদের মতো।
ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ডু প্লেসি বলেন, ‘ভারতের মতো এই একই ধরনের অভিজ্ঞতা আমার হয়েছিলো ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর। এই ব্যথা থেকে সেরে উঠতে বেশ সময় লেগে যায়। এই পরিস্থিতি অনেকটা প্রেমিকার সাথে বিচ্ছেদের মত। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভারত আসর জুড়ে অসাধারণ খেলেছে। তাদের যে ফর্ম ছিল তাতে তারা শিরোপার যোগ্য দাবিদার ছিল বলাই যায়। কিন্তু ফাইনালে তাদেরও হৃদয় ভাঙার এমন তিক্ত অনুভূতি পেতে হয়েছে।’
আগামীকাল (রবিবার) দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামছে বিশ্বকাপের রানার্সআপরা। প্রথমেই টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে সফরের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এখান থেকেও নিজেদের সুখ খুঁজে নিতে পারে ভারত, এমন মন্তব্য করেন ডু প্লেসি। ‘এমন ক্ষত সারতে বেশ কিছু দিন সময় লাগবে। তবে নতুন সিরিজ শুরুর আগে নতুন করে কিছু শুরু করার অনুভূতিও কাজ করে থাকে৷ তরুণ দল হলেও ভারতের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছেন যারা দলের জন্য ভালো কিছু করার সামর্থ্য রাখেন’ – যোগ করেন ডু প্লেসি।
গত কয়েক বছরের মত এবারও ভারতের প্রোটিয়া সফর খুব একটা সহজ হচ্ছে না তা বলাই যায়। তিন ফরম্যাটের জন্য তিন জন আলাদা অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে ভারত। সূর্যকুমার যাদব নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টিতে, লোকেশ রাহুল ওয়ানডেতে এবং টেস্টের দলপতি রোহিত শর্মা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ১৭ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম এবং টেস্ট দলের দায়িত্ব টেম্বা বাভুমার কাঁধে।
আরও পড়ুন: বাবর আজম ইস্যুতে একমত হয়ে পরামর্শ দিলেন আকরাম-গম্ভীর
ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমএস/এমটি