Connect with us
ফুটবল

পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল সান্তোস

PELE santos
পেলের সাবেক ক্লাব সান্তোস। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ক্লাব ফুটবলে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে পেলের সাবেক ক্লাব সান্তোস। সান্তোসে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার তার ক্যারিয়ারের বলতে গেলে প্রায় পুরো সময়টাই কাটিয়েছেন। এবার তাই ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে সম্মান জানিয়ে সাময়িকভাবে পেলের ১০ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ফুটবলে যদিও ক্লাবের কিংবদন্তি ফুটবলারদের সম্মান জানিয়ে জার্সি নম্বরকে অবসরে পাঠানোর রীতি নতুন কিছু নয়। এর আগে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে সম্মান জানিয়ে নাপোলি তাদের ১০ নম্বর জার্সি, ফ্রাংকো বারেসির সম্মানে মিলান তাদের ৬ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছিল। মালদিনি পরিবারকে স্মরণ করে তাদের ৩ নম্বর জার্সিকেও তুলে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। বাপ-বেটা সিজার মালদিনি এবং পাওলি মালদিনির পর তাদের পরিবারের আর কেউ যদি মিলানের হয়ে খেলে তবেই তারা ৩ নম্বর জার্সিটি ফিরিয়ে আনবেন।

তবে এখন পর্যন্ত এত দূর করে দেখাতে পারেনি পেলের সান্তোস। তার ক্যারিয়ারের শেষ সময়ের ক্লাব নিউইয়র্ক কসমস ব্রাজিলিয়ান লিজেন্ডকে এভাবে সম্মানিত করলেও সান্তোসকে তা করতে দেখা যায়নি। তবে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত সান্তোস প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছে। তাই ক্লাবের সেরা ফুটবলার পেলের ১০ নম্বর জার্সিটিকে সাময়িকভাবে উঠিয়ে রাখবে ক্লাবটি। যত দিন না তারা আবার প্রথম বিভাগে উত্তীর্ণ হন, ততোদিন ১০ নম্বর জার্সিতে ক্লাবের কোনো প্লেয়ারকে খেলতে দেখা যাবে না।

কিছু দিন আগেই লিগ টেবিলে ১৭ তম স্থানে থেকে সিরি-আ থেকে সিরি-বিতে নেমে যায় সান্তোস। দলের এমন বেহাল দশায় গাড়িও ভাঙ্গচুর করেছেন কয়েকজন ক্ষুব্ধ সমর্থক। এরই মাঝে ক্লাব কর্তৃপক্ষের থেকে ১০ নম্বর জার্সিটি সাময়িকভাবে ব্যবহার না করার ঘোষণা এলো।

সান্তোসের নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা জানান, ‘ব্রাজিলের প্রথম বিভাগে ফিরতে না পারলে আমরা আর পেলের ১০ নম্বর জার্সি ব্যবহার করবো না। এই বছর ব্রাজিলের লিগকে কিংবদন্তি পেলের নামে নামকরণ করা হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রথম বিভাগে ফেরার, কেননা এটিই এই জার্সির জন্য উপযুক্ত জায়গা।’

চলতি বছর কিংবদন্তি পেলের নামে ব্রাজিলের ফুটবল লিগ আয়োজন করার কথা রয়েছে। লিগের প্রত্যেকটি ম্যাচের ১০ম মিনিটে পেলেকে স্মরণ করা হবে। অবশেষে সান্তোসও এবার পেলেকে সম্মান জানানোর উদ্যোগ নিলো।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে নাসুম আহমেদের ‘রহস্যময় স্ট্যাটাস’

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল