জাতীয় দলকে সময় দেওয়ার জন্যই ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল এবং পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি আমেরিকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।
ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। চোট থেকে সেরে ওঠার জন্য উন্নত চিকিৎসা নিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন দেশসেরা এই অলরাউন্ডার।
রবিবার (১০ ডিসেম্বর) আমেরিকাতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফ্রাঞ্চাইজি লিগ থেকে নাম সরিয়ে নেয়ার ব্যাপারে জানান সাকিব। তিনি বলেন, আইপিএলে নাম দেইনি, পিএসএলের ড্রাফট থেকেও নাম তুলে নিয়েছি। যে সময় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দিতাম, সেটা জাতীয় দলে দেব।
চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি সাকিব। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সফরেও থাকবেন না বাংলাদেশ দলপতি। নিউজিল্যান্ড সফরে না থাকা নিয়ে সাকিব বলেন, আমি আশা করেছিলাম নিউজিল্যান্ড সফরে থাকতে পারব। সে অনুযায়ী প্লানও করেছিলাম। ভেবেছিলাম ৪ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবো, কিন্তু ডাক্তার বলেছে আর দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।
আসন্ন বিপিএলের আগে সাকিবের ক্রিকেটে ফেরার তেমন সম্ভাবনা নেই। সাকিবও আশাবাদী বিপিএল দিয়েই তিনি মাঠে ফিরবেন।
আরও পড়ুন: ১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএল, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এমটি