Connect with us
ক্রিকেট

মাহমুদুল্লাহকে টি-টোয়েন্টিতে সুযোগ দেয়ার ব্যাপারে বিসিবির ভাবনা

Mahmudullah Riyad
মাহমুদুল্লাহকে টি-টোয়েন্টিতে সুযোগ দেয়ার ব্যাপারে বিসিবির ভাবনা। ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদকে সবশেষ দেখা গিয়েছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর থেকে মাহমুদুল্লাহকে লাল-সবুজ জার্সিতে আর দেখা যায়নি। চলতি বছরের শুরু থেকে এক দিনের ক্রিকেটেও জাতীয় দলে উপেক্ষিত ছিলেন তিনি। পরে গণমাধ্যম এবং সমর্থকদের চাপে বিশ্বকাপের আগ মুহুর্তে দলে সুযোগ পান ডান হাতি এই অলরাউন্ডার।

বিশ্বকাপে বাংলাদেশের ধ্বজভঙ্গ দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ ছিল এই মাহমুদুল্লাহ রিয়াদেরই। একমাত্র বাংলাদেশী হিসেবে গত বিশ্বকাপে তার ব্যাট থেকেই একটি সেঞ্চুরি দেখা গিয়েছিল। তাই মাহমুদুল্লাহকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে আবার দেখা যাবে কি না। কারণ আগামী বছরেই ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহর অন্তর্ভুক্তি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে জালাল ইউনুস বলেন, ‘এটা তার পারফরমেন্সের উপর নির্ভর করবে, যদি সে ভালো খেলতে পারে অবশ্যই টি-টোয়েন্টিতে সুযোগ পাবে। তার পারফরমেন্স মনিটর করার জন্য কোচ এবং নির্বাচকরা তো আছেনই। মাঠের খেলা তার হয়ে কথা বললে কেন নয়, অবশ্যই সে ফিরতে পারে।’

এদিকে চলতি বছরেই দুই নির্বাচকের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তাদের চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তাদের সঙ্গে বিসিবির মেয়াদ আছে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আমাদের মধ্যে আলাপ-আলোচনা চলমান আছে, এ ব্যাপারে বোর্ডই সিদ্ধান্ত নেবে। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলে সেটা আপনাদের জানিয়ে দেয়া হবে।’

এই দুই নির্বাচকের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কি না এ বিষয়ে জালালের জবাব, ‘এই বিষয়ে এখনই কথা বলাটা ঠিক হবে না কারণ এই সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে।’

ফিরতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। চোটের কারণে সফরটিতে নেই মাহমুদুল্লাহ। এরপরে অবশ্য জাতীয় দলের তেমন ব্যস্ত সূচী নেই। তবে ২০ ওভারের বিশ্বকাপ আসরের জন্য আসন্ন বিপিএলে নিজেদের পারফরমেন্স ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা।

আরও পড়ুন: তামিম ইস্যুতে ঝুলছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি, প্রথম সারিতে মাহমুদুল্লাহ

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট