আসন্ন বিপিএলের মধ্য দিয়ে ফের মাঠে ফিরছেন তামিম ইকবাল। এর আগে বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত খেলার বাইরেই আছেন দেশ সেরা এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইস্যুতে এর আগে খান সাহেব জানিয়েছিলেন, আসন্ন বিপিএলের পরই তার সিদ্ধান্তের কথা জানাবেন।
চলতি বছর শেষ হতে যাওয়ায় বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তামিমের বিষয়ে তিনি বলেন, জানুয়ারীতে তামিমের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
এই বোর্ড কর্মকর্তা জানান, ‘এই বিষয়গুলো তো আগেই গণমাধ্যমে আপনারা দেখেছেন। তামিম এবং সভাপতির (পাপন) মধ্যে এই বিষয়ে আগেই একটি মিটিং হয়েছে সেটা তারা নিজেরাও জানিয়েছেন। এর মধ্যে তামিম তার ক্রিকেট নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি করেছে সেটা আমার জানা নেই।’
জানুয়ারিতে এই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানান জালাল ইউনুস, ‘ভবিষ্যতে তার কি কমিটমেন্ট থাকবে সেটা আমরা তার থেকে জানবো। তার উপর ভিত্তি করেই আমরা চুক্তির ব্যাপারে চিন্তা করবো। জানুয়ারী মাসেই এসব বিষয়ে আমরা কথা আগাবো। অর্থাৎ অন্ততপক্ষে আরো ১০-১৫ দিন পর। ভবিষ্যতে ক্রিকেটে তার কমিটমেন্ট এবং পরিকল্পনা সম্পর্কে জানার উপর তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়টি নির্ভর করছে।’
তামিম তার ক্যারিয়ারে দীর্ঘ সময় জুড়ে জাতীয় দলের তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হয়েছেন। কিন্তু হঠাৎ করে গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাড়া ফেলে দেন দেশ সেরা ওপেনার। যদিও পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ফের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানান তিনি।
গত বছরের জুলাইয়েই অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি কে অবসর নেন তামিম ইকবাল। তার আগে থেকেই বোর্ডের সঙ্গে তিন সংস্করণেই চুক্তিবদ্ধ ছিলেন তামিম। এছাড়া বর্তমানে তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এখনো কেন্দ্রীয় চুক্তিতে আছেন।
আরও পড়ুন: মাহমুদুল্লাহকে টি-টোয়েন্টিতে সুযোগ দেয়ার ব্যাপারে বিসিবির ভাবনা
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমএস/এমটি