আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। সংক্ষিপ্ততম সংস্করণটির বৈশ্বিক আসরকে সামনে রেখে ইতোমধ্যে অনেক দেশই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রস্তুতি থেকে পিছিয়ে নেই কিছু দিন আগেই আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়া শ্রীলঙ্কাও। জানুয়ারী মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে লংকানরা।
জিম্বাবুয়েকে আতিথেয়তার মধ্য দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরটির জন্য প্রস্তুতি শুরু করবে দাসুন শানাকার দল। আফ্রিকান দেশটি নিজেরা অবশ্য বিশ্বকাপে খেলার সুযোগ হাত ছাড়া করেছে। তবে জিম্বাবুয়ের জন্যও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বিশেষ তাৎপর্য বহন করবে কারণ এর আগে লংকান মাটিতে কখনোই টি-টোয়েন্টি সিরিজ খেলেনি জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজও খেলেছিল প্রায় দুই বছর আগে। ফলে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজও তারা খেলতে আসছেন বছর দুয়েক পর।
আইসিসির টেস্ট সদস্য জিম্বাবুয়ে আসন্ন বিশ্বকাপে উঠতে না পারলেও আফ্রিকার অন্য দুই দেশ নামিবিয়া ও উগান্ডা ঠিকই তাদের জায়গা নিশ্চিত করে রেখেছে। এর মধ্যে উগান্ডা তো তাদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নামবে। বিশ্বকাপ আসরকে মাথায় রেখে ইতোমধ্যে কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করে রেখেছে লংকান ক্রিকেট বোর্ড। এর মধ্যে ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশের মাটিতে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ চূড়ান্ত হয়ে আছে।
চলতি বছরে বিশ্বকাপের কারণে মাত্র ৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দাসুন শানাকা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে জয় পেলেও নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে ৪ টিতে হেরেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকরা।
সিরিজের ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ৬, ৮ ও ১১ জানুয়ারীতে। পরবর্তীতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারীতে হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
এর আগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের দরুণ তারা আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়ে। নিকট ভবিষ্যতে সদস্যপদ ফিরে না পেলেও সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে শ্রীলঙ্কার জন্য কোনো বাঁধা নেই।
আরও পড়ুন: মিরপুরের মাঠ নিয়ে অসন্তোষ আইসিসি, পেল ডিমেরিট পয়েন্ট
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমএস/এমটি