নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয় পেলেও ঢাকা টেস্টে হেরেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত সিরিজের দুই টেস্টে মোট ৬ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন তিনি।
আরেক টাইগার অফ স্পিনার নাঈম হাসানেরও র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে দুই উইকেট নিয়েছিলেন তিনি। তবে পরের ম্যাচে ছিলেন উইকেট শূন্য। এর পরেও পাঁচ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি।
গতকাল আইসিসির হালনাগাদ করা তালিকায় বোলারদের উন্নতি হলেও পিছিয়েছেন ব্যাটাররা। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪৪ রান করেন মুশফিকুর রহিম। এতে তিন ধাপ পিছিয়ে টেস্ট ব্যাটারদের তালিকার ২২ নম্বরে অনস্থান করছেন তিনি। একই ভাবে চার ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে আছেন শান্ত।
অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের প্রথম স্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৬৫। দুই নম্বরে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৭।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: সরাসরি দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমএ