Connect with us
ফুটবল

ফিফা ২০২৩ বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় আছেন যারা

ফিফার প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে এই বছর পারফর্ম করা সেরা তিনজন গোলকিপারের নাম
ফিফার প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে এই বছর পারফর্ম করা সেরা তিনজন গোলকিপারের নাম। ছবি- সংগৃহীত

প্রকাশিত হয়েছে ফিফা ২০২৩ বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রকাশিত এই তালিকায় নাম রয়েছে এই বছর পারফর্ম করা সেরা তিনজন গোলকিপারের নাম। তাদের মধ্যে আছেন ব্রাজিলের এডারসন, মরক্কোর ইয়াসিন বুনো ও বেলজিয়ামের থিবো কোর্তোয়া। আগামী ১৫ জানুয়ারি এদের মধ্য থেকে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।

ফিফার বর্ষ সেরা পুরস্কারের তালিকায় প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল পাঁচজনের নাম। তারপর বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক তিনজনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় দলের অধিনায়ক, কোচ, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিত্তিতে একজনকে দেওয়া হবে এই ‘ফিফা দ্য বেস্ট গোলকিপার’ পুরস্কার।

আরও পড়ুন :

গোল করা বাদে হালান্ড নিম্নমানের ফুটবলার!

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব যাদের কাঁধে

ডি মারিয়ার পরিবার নিয়ে সেই ঘটনার তদন্তে আর্জেন্টিনা প্রশাসন

সংক্ষিপ্ত এই তালিকা প্রস্তুত করা হয়েছে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত গোলরক্ষকদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। তবে গেল বার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ফিফা ২০২২ সেরা গোলকিপারের খেতাব পাওয়া এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন না এবারের তালিকায়।

Yassine Bounou

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো (Yassine Bounou) ছবি- গুগল

সংক্ষিপ্ত তালিকায় থাকা বুনো মরক্কোর হয়ে সর্বশেষ বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন। পরবর্তীতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে তোলেন সেভিয়াকে। সর্বশেষ গ্রীষ্মের দলবদলে বুনোকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল।

Brazils Goalkeeper Ederson

ব্রাজিল গোলরক্ষক এডারসনে (Ederson)। ছবি- সংগৃহীত

অন্যদিকে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া গেল মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাতার বিশ্বকাপে আন্তর্জাতিক ১০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেন তিনি।

Thibaut Courtois

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া (Thibaut Courtois)। ছবি-  গুগল

এছাড়াও ব্রাজিলের হয়ে ট্রেবল জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখায় সংক্ষিপ্ত তালিকা নাম এসেছে ব্রাজিল গোলরক্ষক এডারসনেরও। ইংলিশ প্রিমিয়ার লিগের আগের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়েও অসাধারন পারফর্ম করেন তিনি।

আরও পড়ুন:

» মিরাজ-ইমরুলের প্রতিষ্ঠানকে সুখবর দিল আইসিসি

» আবারও ইনজুরিতে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া

» কবে মাঠে ফিরছেন মেসি? যা বললেন সুয়ারেজ

» এনগোলা কান্তে : আবর্জনার পর্বত থেকে স্বপ্ন ছোঁয়ার গল্প

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল