দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুদিন আগেই একপ্রকার সেমির টিকিট কেটে ফেলেছে টাইগার যুবারা। আজ (১৩ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নামা লঙ্কানদের ২০০ রানও ছুঁতে দেয়নি টাইগার বোলাররা। বাংলার যুবাদের দাপুটে বোলিংয়ে ১৯৯ রানেই আটকে যায় শ্রীলঙ্কার রানের চাকা। বাংলাদেশকে ম্যাচটি জিততে হলে করতে হবে নির্ধারিত ৫০ ওভারে ২০০ রান।
বি গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে এবং দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দিয়ে সেমিতে এক পা দিয়েই রেখেছে মাহফুজুর রহমান রাব্বির দল। আজ পুরোপুরি সুনিশ্চিত করতে টাইগার যুবাদের সামনে ২০০ রানের লক্ষ্য দিল সাঙ্গাকারা-জয়াসুরিয়ার উত্তরসূরীরা।
আজ ম্যাচের প্রথমেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে অবশ্য খুব একটা ভালো সূচনা করতে পারেনি টাইগার যুবারা। দুই লংকান ওপেনার পুলিনদু পেরেরা এবং রবিশান ডি সিলভা উদ্বোধনীতে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। যুব টাইগারদের হয়ে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মারুফ মৃধা পুলিনদুকে ২৮ রানে সাজ ঘরে পাঠিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতেও অধিনায়ক সিনেট জয়াসুরিয়া-রবিশান ডি সিলভা মিলে সমান ৩৭ রানের জুটি গড়েন। এবার ২৫ রানে আরেক ওপেনার ডি সিলভাও আউট হয়ে গেলে এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের যুবাদের হাতে।
একের পর এক উইকেট হারানোর ফলে ১৯৯ রানেই আটকে যায় লংকান যুবাদের রানের চাকা। এক পর্যায়ে তো ১৩৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলংকা। ফলে দু’শর কাছাকাছি রান তোলা নিয়েও শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত বিশ্ব লাহিরু এবং রুবিশান পেরেরার কল্যাণে ২০০ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলংকা।
ইনিংসের শেষ দিকে আউট হওয়া দুই ব্যাটসম্যান পেরেরা করেন ১৯ রান এবং লাহিরু করেন ২৫ রান। টাইগারদের হয়ে লেগ স্পিনার সিদ্দিকী ৩২ রান খরচায় নেন ৩ উইকেট। রাব্বি এবং মারুফ সমান ২ টি করে উইকেট নিয়েছেন। আজ সেমিফাইনালের স্বপ্ন বাস্তবে রূপ দিতে জয় ছাড়া আর কোনো উপায় নেই লংকান যুবাদের সামনে।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা | ১৯৯/৯ (৫০) |
টার্গেট | ২০০ (৫০) |
বাংলাদেশ | ৯০/২ (১৯.২ চলমান…) |
আরও পড়ুন: সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শিশির
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমএস/এসএ