Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: সরাসরি দেখবেন যেভাবে

Bangladesh-New Zealand series: How to watch live
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: সরাসরি দেখবেন যেভাবে। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দেশ ছেড়ে ইতোমধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। কিউইদের কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে মুশফিক-শান্তরা।  

ঘরের মাঠে খেলা হলে দেশীয় বিভিন্ন চ্যানেলে সম্প্রসারিত হয়ে থাকে বাংলাদেশের ম্যাচগুলো। তবে বিদেশের মাটিতে কোন ম্যাচ হলেই কোথায় তা সম্প্রসারিত হবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় টাইগার ভক্তরা। তবে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সুখবর পাচ্ছে দেশীয় ক্রিকেট ভক্তরা।

আসন্ন এই সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গ্রিন টিভি। এর আগেও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড এবং দক্ষিন-আফ্রিকা ভারতের দ্বিপাক্ষিক সিরিজ সম্প্রচার করেছে গ্রিন টিভি। এছাড়া বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভিতেও সম্প্রচারিতে হবে এই সিরিজটি।

গত শনিবার (৯ ডিসেম্বর) রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে টাইগারদের একাংশ। এরপর ঘরের মাঠে টেস্ট দলে থাকা সদস্যরা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে সোমবার (১১ ডিসেম্বর)। টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই কিউইদের মোকাবেলা করবে বাংলাদেশ। পারিবারিক কারণে ছুটিতে থাকা লিটন দাসও ফিরছেন এই সিরিজে।

আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে শান্ত-মিরাজরা।

আরও পড়ুন: গ্রুপ সেরা হয়েই এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট