Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপে স্মরণীয় এক কীর্তি গড়লেন বেনজেমা

ক্লাব বিশ্বকাপে স্মরণীয় এক কীর্তি গড়লেন বেনজেমা। ছবি- সংগৃহীত

চলতি বছরেই রিয়াল মাদ্রিদ থেকে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন করিম বেনজেমা। গতকাল আল ইত্তিহাদের হয়ে ক্লাব বিশ্বকাপে গোল করে নতুন এক কীর্তি গড়লেন এই ফরাসি ফুটবলার।

গতকাল আসরটিতে গোল করার মধ্য দিয়ে টুর্নামেন্টের চারটি আসরে গোল করা একমাত্র ফুটবলার বনে গিয়েছেন এই ফরাসি তারকা। আল ইত্তিহাদও ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে তারা ৩-০ ব্যবধানে হারিয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় করিম বেনজেমার দল। ২৯ মিনিটে দলের প্রথম গোল করেন রোমারিও, এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল এনগোলো কান্তে। আর ৪০ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের ইতিহাস গড়া গোলটি করেন করিম বেনজেমা। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচটি ৩-০ তে জিতে নেয় সৌদি ক্লাবটি।

এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪, ২০১৬ এবং ২০২২ সালের ক্লাব বিশ্বকাপে গোল করেছিলেন বেনজেমা।

এই কীর্তি গড়ার পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বেনজেমাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘গ্রেট ফুটবলারের আরেকটি অসাধারণ এক অর্জন। আসরের বাকি সময়ে তোমার জন্য আমার শুভ কামনা থাকবে।’

এর আগে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপের ২০১৪, ১৫, ১৭, ১৮ এবং ২০২২ সালের ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন বেনজেমা। মাদ্রিদের হয়ে সবগুলো আসরেই শিরোপা জেতেন তিনি। ২০২৩ সালেই তিনি সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে যোগ দান করেন।

আরও পড়ুন: সৌদি আরবে সুখের সময় কাটাচ্ছেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল