সংযুক্ত আরব আমিরাতে বসেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে যুবা টাইগাররা। গ্রুপ পর্বে খেলা নিজেদের তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ ‘বি’ তে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নকআউট পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এসেছে গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে।
বুধবার (১৩ ডিসেম্বর) গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিতে তেমন কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশের। এর আগে এই গ্রুপে জাপান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সহজ তুলে নিয়েছিল বাংলাদেশ।
গতকালের ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশী বোলারদের তোপের মুখে ১৯৯ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। মাঝারি লক্ষ তাড়া করতে নেমে প্রথম ওভারে ধাক্কা খেলেও আশিকুর রহমান শিবলীর অপরাজিত শতকে ভর করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা। ৫৫ বল বাকি থাকতেই বাংলাদেশের জয় নিশ্চিত করা ম্যাচে আশিকুর রহমান খেলেন ১৩০ বলে ১১৬ রানের ঝকঝকে এক ইনিংস।
আগের দিন ‘এ’ গ্রুপে থেকে নিজেদের শেষ আলাদা দুই ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। এর আগে ভারতকে গ্রুপ পর্বে হারানোয় ‘এ’ গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের গ্রুপের রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।
এদিকে নিজেদের গ্রুপে রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ। এর আগে ২০২০ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার সুখোস্মৃতি আছে বাংলাদেশের।
আরও পড়ুন: ম্যাচ হারলেও গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এসএফ/এজে