নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ (বৃহস্পতিবার) একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। এদিন সফরকারীদের হয়ে ব্যাট হাতে ৮৭ রানের পর বল হাতে ৩ উইকেট শিকার করেন অলরাউন্ডার রিশাদ হোসেন।
স্বাগতিক একাদশের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে ৩৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশ থেমেছে ৩০৮ রানে। রিশাদের অলরাউন্ড নৈপূণ্যেই মূলত সহজে জয় তুলতে পেরেছে টাইগাররা।
ম্যাচ শেষে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন সম্পর্কে এই অলরাউন্ডার জানান, ‘প্রথমত এখানে বেশ ঠান্ডা কন্ডিশন, আমরা গত দুই দিনে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে নিজেদের মানিয়ে নিয়েছি। যখন প্র্যাকটিস ম্যাচ শুরু করেছি তখন আবহাওয়া কতটা ঠান্ডা সেসব মাথায় রাখিনি। চেষ্টা করেছি যতটা সম্ভব নিজেদের মানিয়ে নেয়ার।’
নিজের অলরাউন্ড পারফরমেন্স নিয়ে রিশাদ জানান, ‘অনেক দিন পর আজ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। তাই চেষ্টা ছিল লম্বা সময় ধরে উইকেটে থাকার। ইনিংস বড় করার চেষ্টা ছিল। ঠান্ডা কন্ডিশন বলে বোলিংয়ের ক্ষেত্রে নিজেকে গরম রাখতে চেয়েছি। যে কোন সময় বল করতে হতে পারে, তাই বিষয়টা মাথায় ছিল। সব কিছুর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম।’
অত্যধিক ঠান্ডার কারণে যে অস্বস্তি অনুভূত হচ্ছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। দলকে নিয়ে আশার বাণীও ব্যক্ত করেন তিনি, ‘এখানে তারপরেও ঠান্ডাটা অনেক বেশি, তাই কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু সব কিছু এখন পর্যন্ত ঠিকই আছে। ইনশাআল্লাহ দল ভাল কিছু করবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন: পঞ্চম মেয়াদেও বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন সালাউদ্দিন
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমএস/এমটি