Connect with us
ক্রিকেট

পিএসএল-২০২৪ : কোন দলে কে খেলছেন?

পিএসএল-২০২৪ : কোন দলে কে খেলছেন? ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। বুধবার (১৩ ডিসেম্বর) আসন্ন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কয়েক ঘন্টা ধরে চলে এ নিলাম।

পিএসএলের ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। নিলামে ছয় ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ডাকা হয়। পরে বিদেশি ও পাকিস্তানি মিলিয়ে মোট ৪০ খেলোয়াড়কে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও তাদেরকে দলে নেয়নি কোন ফ্রাঞ্চাইজি।

এবারের পিএসএলে থাকবে ৬ টি দল। নিলামের আগেই ফ্রাঞ্চাইজিগুলো বেশিরভাগ ক্রিকেটারকে রিটেশন লিস্টে ধরে রেখেছিল। তবে প্রথমবারের মতো পিএসএলে দল পেয়েছে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স ও লুঙ্গি এনগিডি।

পিএসএলের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

পেশোয়ার জালমি

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, মোহাম্মদ হারিস, নুর আহমেদ (আফগানিস্তান), সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর (ইংল্যান্ড), আমির জামাল, নাভিন উল হক, খুররাম শেহজাদ, সালমান ইরশাদ, রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মোসলে (ইংল্যান্ড), হাসিবুল্লাহ, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ও মেহরান মুমতাজ।

মুলতান সুলতান্স

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসামা মীর, ডেভিড উইলি (ইংল্যান্ড), ডেভিড মালান (ইংল্যান্ড), আব্বাস আফ্রিদি, রেজা হেন্ড্রিক্স (দক্ষিণ আফ্রিকা), রিস টপলি (ইংল্যান্ড), ইহসানউল্লাহ, তায়েব তাহির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ আলি, উসমান খান (সংযুক্ত আরব আমিরাত), ফয়সাল আকরাম, ইয়াসির খান, ক্রিস জর্ডান (ইংল্যান্ড) ও আফতাব ইব্রাহিম।

করাচি কিংস

শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), জেমস ভিন্স (ইংল্যান্ড), হাসান আলি, টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), শোয়েব মালিক, তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), মীর হামজা, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলি, আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইরফান খান, সিরাজউদ্দিন , সাদ বেগ ও জেমি ওভারটন (ইংল্যান্ড)।

লাহোর কালান্দার্স

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), শাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আব্দুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, রাশিদ খান (আফগানিস্তান), মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স (ইংল্যান্ড), জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, ডেভিড উইজ (নামিবিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ও কামরান গুলাম।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), জেসন রয় (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ হাসনাইন, উইল স্মিদ (ইংল্যান্ড), সৌদ শাকিল, সাজ্জাদ আলি জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, আদিল নাজ, খাজা নাফাই, আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) ও সোহেল খান।

ইসলামাবাদ ইউনাইটেড

শাদাব খান (অধিনায়ক), নাসিম শাহ, জর্ডান কক্স (ইংল্যান্ড), ইমাদ ওয়াসিম, আজম খান, তাইমাল মিলস (ইংল্যান্ড), ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), কলিন মুনরো (নিউজিল্যান্ড), রুম্মন রাইস, সালমান আলি আগা, টম কারেন (ইংল্যান্ড), কাশিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবাইদ শাহ, শামিল হুসাইন ও ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ)।

আগামী ১৭ ফেব্রুয়ারি পিএসএলের নবম আসরের পর্দা উঠবে। এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর ও মুলতানে। এরপর ১৭ মার্চ করাচিতে এই টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে কী কারণ?

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট