গত অক্টোবরেই রেকর্ড সর্বোচ্চ অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এবার আরো একটি পুরষ্কার হাতছানি দিচ্ছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের অর্জনের তালিকায়। আজ বৃহস্পতিবার ফিফার বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।
মেসি ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফ্রান্স ও পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে এবং নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড। এর আগে বর্ষসেরা পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ জনকে মনোনীত করেছিল ফিফা।
এবারের ফিফার বর্ষসেরা পুরস্কারটি দেওয়া হবে কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে গত ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।
মেসির সেরা তিনে জায়গা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ে তার অবদান। ইন্টার মায়ামিতেও শিরোপা জিতেছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়েও দুর্দান্ত খেলেছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
কাতার বিশ্বকাপের ফাইনালে না জিতলে দলের হয়ে দুর্দান্ত খেলেছিলেন এমবাপ্পে। এছাড়া লিগ ওয়ানেও গোল করে যাচ্ছেন নিয়মিত। গত মৌসুমে লিগ ওয়ানের সেরা খেলোয়াড়দের পুরষ্কারও জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।
বর্ষসেরার পুরস্কার জেতার দৌড়ে মেসি- এমবাপ্পের সাথে সমানে সমানে পাল্লা দিবেন হলান্ডও। গত মৌসুমে ৫২ গোল করে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নরওয়েজিয়ান তারকা।
আগামী বছরের ১৫ জানুয়ারিতে ইংল্যান্ডের রাজধানী শহর লন্ডনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’। গতবার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারটি জিতেছেন লিওনেল মেসি। এখন দেখার পালা কার হাতে উঠে এবারের পুরষ্কারটি!
আরও পড়ুন: পিএসএল-২০২৪ : কোন দলে কে খেলছেন?
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমটি