Connect with us
ফুটবল

ফিফার র‍্যাঙ্কিংয়ে নারী ফুটবল দলের উন্নতি

BD Women Football Team Improves in Fifa Ranking
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- গুগল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ভালো পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। র‍্যাঙ্কিং এ দুই ধাপ উন্নতি হয়েছে সাবিনাদের। আজ সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

সম্প্রতি র‍্যাঙ্কিয়ে বারো ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে দুইটি প্রীতি ম্যাচ খেলে উভয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ দুটিতে সিঙ্গাপুরকে নিয়ে এক রকম ছেলে খেলাই করেছে মারিয়া-মান্দারা। প্রথম ম্যাচে ৩-০ ও পরের ম্যাচে ৮-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচ দুটিতে এমন দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪০ নম্বরে।

বাংলাদেশের উপরে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আছে শুধু ভারত ও নেপাল। যাদের র‍্যাঙ্কিং যাথাক্রমে ৬৫ এবং ১০৫।

উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স অবস্থান করছে দুই এবং তিনে।

আরও পড়ুন: রেফারির মুখে ঘুষি দিয়ে সারাজীবনের জন্য পেলেন শাস্তি

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল