Connect with us
অন্যান্য

গুগল বলছে মেসি নয়, জনপ্রিয়তায় শীর্ষে রোনালদো

গুগল বলছে মেসি নয়, জনপ্রিয়তার শীর্ষে রোনালদো। ছবি- সংগৃহীত

কে সেরা মেসি নাকি রোনালদো, এমন বিতর্কে হরদম মুখর থাকে গোটা সোশ্যাল মিডিয়া। বিশ্বব্যাপী দুই ফুটবলারেরই অগণিত সমর্থক রয়েছে। ফুটবলে বর্তমান সময়ের সেরা দুই নাম রোনালদো ও মেসি। এক যুগেরও বেশি সময় ইউরোপিয়ান ফুটবলে দাপিয়ে বেড়ানো এই দুই ফুটবলার চলতি বছর ইউরোপ ছাড়লেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি বিন্দুমাত্র।

বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের এক ক্লিকেই দুনিয়া থাকে হাতের মুঠোয়। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন কোন ক্রীড়া ব্যাক্তি, অথবা গুগলে কোন তারকা খেলোয়াড়কে ভক্তরা সর্বাধিক বার সার্চ করেছেন সে বিষয়ে জানার আগ্রহ সকলের। নিজেদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে এবার সেই প্রশ্নের উত্তর দিল খোদ গুগল।

গেল ২৫ বছরে গুগলে সর্বাধিক বার সার্চ করা ক্রীড়া ব্যাক্তিদের নামের তালিকা ৪ মিনিটের এক ভিডিওতে প্রকাশ করেছে গুগল। ফুটবলারদের মধ্যে সেই তালিকায় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ব্যক্তিগত অর্জনেও নিজের ঝুলি সমৃদ্ধ করেছেন রোনালদো। এক বিশ্বকাপ ছাড়া জিতেছেন ফুটবলের সকল ট্রফি। যার মধ্যে রয়েছে ৫ টি ব্যালন ডি’অর। বিশ্বজুড়ে প্রাপ্ত অগণিত ভক্ত সমর্থক এই পর্তুগীজ তারকার বড় এক অর্জন। এছাড়াও ইনস্টাগ্রামে সর্বকালের সর্বাধিক ৬১.৪ কোটিরও অধিক অনুসারী আছে তার।

ক্রিকেটারদের হিসেব করলে গেল ২৫ বছরে গুগলে সর্বাধিক বার সার্চ করা ক্রিকেটারের তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। সকল ধরণের খেলার মধ্যে সবচেয়ে বেশি ফুটবলের বিষয়ে জানতে গুগলে সার্চ করেছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: ধোনির আইকনিক ‘৭ নম্বর’ জার্সি অবসরে

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এসএফ/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য