বাংলাদেশের ৫২ তম বিজয় দিবসকে অন্য ভাবে রাঙিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল ইস্ট লন্ডনের বাফালো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করে ২৫০ রান করে বাংলাদেশ। ২৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। রানের খাতায় নয় রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসে তারা।
তৃতীয় উইকেটের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় প্রটিয়ারা। এই জুটি থেকে আসে ৪১ রান। এটিই তাদের ইনিংসের সবথেকে বড় জুটি। ৩৫ বলে ১৬ রান করা বস্ককে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। পরে ৩১ রান করা লুককেও ফেরান নাহিদা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৫০ রানে তাদের উইকেট ছিল ২। স্কোর বোর্ডে রান যাখন ৯৫ তখন উইকেট সংখ্যা দাঁড়ায় ৮। নবম উইকেটে এলিজ মারি মার্ক্স ও মাসাবাতা ক্লাস গড়েন ৫৩ বলে ৩৬ রানের জুটি। যা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
স্বাগতিকরা ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায়। ফলে ১১৯ রানের এক বিশাল জয় তুলে নেই বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো নিগার সুলতানারা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এটি সর্বোচ্চ ব্যবধানে জয়।
প্রথমে ব্যাট করে ১০০ বলে ৯১ রান করা মুর্শিদা খাতুন ম্যাচ সেরা হয়েছেন। যেখানে ছিলো ১০ টি চারের মার।
উল্লেখ্য, আজকের ম্যাচে করা ২৫০ রান বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর।
আরও পড়ুন: মোহামেডান ছেড়ে নতুন দলে যোগ দিলেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এমএ