Connect with us
ক্রিকেট

আইপিএলের পর আরও একটি লিগ শুরুর পরিকল্পনা ভারতের

আইপিএলে এভাবেই গ্যালারিতে উল্লাসে মাতে ভারতীয়রা। ছবি- হিন্দুস্তান টাইমস
আইপিএলে এভাবেই গ্যালারিতে উল্লাসে মাতে ভারতীয়রা। ছবি- হিন্দুস্তান টাইমস

বিশ্বের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল থাকবে সবার ওপরে। ভারতে অর্থের ঝনঝনানিতে আয়োজিত এই টুর্নামেন্ট নজর কেড়েছে গোটা বিশ্বের। তবে এবার আইপিএলের দেশেই টি-টেন ফরমেটের নতুন টুর্নামেন্ট শুরুর কথা ভাবছে বিসিসিআই। যদিও সেটা এখনও আছে পরিকল্পনা স্তরে, এমনটাই দাবি দেশটির গণমাধ্যমের।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আগামী বছর থেকে শুরু হতে পারে টি-টেন ক্রিকেটের এক জমজমাট আসর। এই টুর্নামেন্টের রূপরেখা তৈরি করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। এবিষয়ে বিসিসিআই ও ফ্রাঞ্চাইজি দলগুলোর কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। আইপিএলের ব্যাপক অর্থনৈতিক সফলতা জয় শাহকে নতুন টুর্নামেন্ট শুরু করতে আগ্রহী করছে।

তবে বিসিসিআই চাইলেই নতুন কোন টুর্নামেন্ট শুরু করে দিতে পারবে না। এর জন্য তাদের আইপিএল ফ্রাঞ্চাইজি গুলোর সম্মতি প্রয়োজন হবে। কেননা আইপিএলের স্বার্থরক্ষায় করা হয়েছে বিভিন্ন নিয়ম। যার মধ্যে একটি হলো, বিসিসিআই যদি আইপিএলের সমমানের কোন টুর্নামেন্ট আয়োজন করতে চায়, তবে তাদের অবশ্যই ফ্রাঞ্চাইজি গুলোর সম্মতি নিতে হবে। এক্ষেত্রে দলগুলো এমন পরিকল্পনা প্রত্যাখানও করতে পারে।

নতুন টুর্নামেন্ট শুরুর ক্ষেত্রে বিসিসিআই কর্তাদের সবথেকে বড় চিন্তার কারণ আইপিএলের জনপ্রিয়তা যেন অক্ষুন্ন থাকে। যদিও টি-টেন টুর্নামেন্ট শুরুতেই আইপিএলের মত জনপ্রিয়তার তুঙ্গে উঠে যাবে না। তবে সম্ভাবনা থাকছে আইপিএলের আকর্ষণ ও মূল্য কমে যাওয়ার। এ বিষয়টি মাথায় রেখেই আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিসিআই কর্তারা।

দেখা যায় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে আজকাল তেমন একটা লাভ করা যায় না। বরং কখনো কখনো তহবিলের টাকা খরচ করে সিরিজ আয়োজন করতে হয়। সেই ঘাটতি মেটাতে নতুন টুর্নামেন্ট থেকে বাড়তি আয়ের কথা চিন্তা করতেই পারে বিসিসিআই। তবে আইপিএলের দলগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই নতুন টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজি স্বত্ত্ব কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে আইপিএলের দলগুলো।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেসহ আজকের খেলা (১৬ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট