Connect with us
ফুটবল

ইউরোপের সেরা ম্যানসিটি, রিয়াল-বার্সেলোনা আছে কোথায়

real barsa mancuty
ইউরোপ সেরা ক্লাবগুলোর মধ্যে জমে উঠেছে লড়াই। ছবি- ইউরোস্পোর্টস

আন্তর্জাতিক ফুটবলের মতোই পারফরমেন্সের বিচারে ক্লাব ফুটবলেও র‌্যাঙ্কিং হিসাব করে হয়। র‌্যাঙ্কিংয়ের হিসেবে সেরা ক্লাব নির্বাচন করা হয়ে থাকে। ইউরোপের ক্লাবগুলোর র‍্যাঙ্ককিং করে থাকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সম্প্রতি তারা ক্লাব র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে।

উয়েফা ক্লাব র‍্যাঙ্কিংয়ে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে অনেকটা অনুমিতই ছিল সেরা দশে রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি, লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলোর জায়গা পাওয়া। তবে সবাইকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

সিটির পরেই দ্বিতীয় অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। ইউরোপের ক্লাব র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা বাকি ক্লাবগুলো হলো – প্যারিস সেন্ট জার্মেই, লিভারপুল, ইন্টার মিলান, আরবি লাইপজিগ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রোমা।

তবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ র‌্যাংকিংয়ের সেরা তিনে অবস্থান করলেও তাদের প্রতিদ্বন্দ্বি বার্সেলোনা জায়গা পায়নি সেরা দশেও। শীর্ষ দশ দলে লা লিগার প্রতিনিধি হিসেবে আছে একমাত্র রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আছে তালিকার ১২ নম্বরে।

বার্সেলোনার আগে আছে ১১ নম্বরে আছে বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। পরবর্তী অবস্থানে যথাক্রমে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ, সেভিয়া ও ভিয়ারিয়াল। সিরি আ’র সফলতম ক্লাব জুভেন্টাস আছে তালিকার ১৬ নম্বরে।

আরও পড়ুন: বিনা টাকায় দেখা যাবে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল