Connect with us
ক্রিকেট

আশরাফুলের নির্বাচক হওয়ার ব্যাপারে বিসিবি সভাপতির মন্তব্য

BCB president's comments about ashrafuls-desire-to-be-a-selector
মোহাম্মদ আশরাফুল ও নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীনই বাংলাদেশের নির্বাচক হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সে সময় জানিয়েছিলেন, সুযোগ পেলে বিসিবির নির্বাচকের পদে আসীন হতে চান তিনি।

এদিকে চলতি মাসের ৩০ তারিখেই বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ হতে চলেছে। আশরাফুলও তার আগ্রহের কথা আগে থেকেই জানিয়ে রেখেছেন। তাই এ কারণে বর্তমানে ঘুরেফিরেই আশরাফুলের নাম আসছে। বিষয়টি নিয়ে মিরপুরে আজ গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি জানান, আগ্রহী যে কেউই তার আগ্রহের কথা প্রকাশ করতে পারে।

পাপন বলেন, ‘সিলেক্টর নির্বাচন করতে আমাদের কিছু নিয়ম-কানুন আছে। আমাদের বোর্ডের একটা কমিটি আছে, তারা প্রথমে আগ্রহীদের নাম আমাদের কাছে প্রস্তাব (প্রোপোজ) করে। ওনারা দেখেন কারা কারা প্রেপারড আছেন। তারা সেটা বোর্ডে পেশ করেন, তারপর সেখান থেকে আমরা নির্বাচক সিলেক্ট করি। আসলে কারা হবেন বা হবেন না সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে কারোর ইচ্ছা থাকলে সে তা অবশ্যই প্রকাশ করতে পারবে এতে কোন সমস্যা নেই।’

কবে নাগাদ নির্বাচকের নাম প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে বিসিবি বসের উত্তর, ‘আপাতত আমাদের চিন্তা-ভাবনা আছে ৭ তারিখে, কারণ আমি ৮ তারিখের আগে ঢাকায় আসতে পারছি না। আমি আমার নির্বাচনী এলাকায় চলে যাচ্ছি, নির্বাচন শেষ করে তারপর ঢাকায় ফিরবো। তারপরই আমরা বোর্ড মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবো। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সিদ্ধান্ত নেয়া যায়। পারলে দুই তিন দিনের মধ্যেই জানিয়ে দেয়া হবে। হয়তো বিপিএলের মধ্যেই।’

আরও পড়ুন: সাকিবকে অধিনায়ক হিসেবে চান না আশরাফুল

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট