Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ২৫১ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

BanW vs SaW 1st ODI
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা নারীদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারীরা। বাফেলো পার্ক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ২৫০ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজনা হক। ওপেনিং জুটিতেই দলীয় অর্ধশত পেরিয়ে যায় মেয়েরা। তবে ৬৬ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ৩৪ রান করে মার্ক্সের শিকার হয়ে ফিরে যান শামিমা।

শামিমা ফিরে গেলে দলের রানের চাকা সচল রাখেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান যোগ করেন এই দুই ব্যাটার। ১১২ রানের মাথায় থামে ফারজানার ৩৫ রানের ইনিংসটি।

ফারজানা ফিরে গেলে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বাংলাদেশ। দু’জন মিলে ৯২ বলে ৮০ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন যা বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসে। মুর্শিদা অর্ধশতক তুলে নিলেও ৩৮ রান করেই প্যাভিলিয়নের পথে হাটেন অধিনায়ক জ্যোতি।

জ্যোতি ১৯০ রানের মাথায় ফিরে গেলে পরবর্তীতে স্বর্ণা আকতারকে নিয়ে আরো ৫৯ রান যোগ করে মুর্শিদা খাতুন। নির্ধারিত ৫০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট ২৫০ রান। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা। এছাড়া স্বর্ণা করেন ২৭ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১ টি করে উইকেট নেন মার্ক্স, মলবা এবং টাকার।

আরও পড়ুন: প্রীতি ক্রিকেট ম্যাচে নান্নুদের কাছে বাশারদের হার

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট