Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডের

newzealnd team
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে আজ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই মাঝে ঘোষণা হয়ে গেল টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড। ব্যস্ত সূচিতে বিশ্বকাপের পর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখে ওয়ানডের দল সাজালেও টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণ শক্তির দল দিয়েছে ব্লাক ক্যাপসরা।

বিশ্রাম শেষে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন দলে। ১৩ সদস্যের টি-টোয়েন্টি দলে চোটের কারণে থাকছেন না লকি ফার্গুসন, মিচেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি ও হেনরি শিপলির। ব্যস্ত সময় কাটানোয় নিয়মিত ওপেনার ডেভন কনওয়ে এই সিরিজেও পেয়েছেন বিশ্রাম। ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে রেখেছেন ট্রেন্ট বোল্ট।

আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এই সংক্ষিপ্ত ফরমেটের বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখেই টি-টোয়েন্টির পরিকল্পনা সাজাচ্ছে নিউজিল্যান্ড, এমন কথাই জানালেন দলটির কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘আমরা আসন্ন টুর্নামেন্ট এবং সেই ধরণের কন্ডিশনে কেমন স্কোয়াড দরকার সেটা নিয়ে পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আগামী বছরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ হবে, আমরা আগাম পরিকল্পনার অংশ হিসেবে দল গুছিয়ে নেব। যেমনটা আমরা গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও করেছি। নির্দিষ্ট ভূমিকায় তখন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে দলে নিয়েছিলাম। এবার টি-টোয়েন্টি দলে নতুন ভূমিকায়ও সেই সুযোগ থাকবে ক্রিকেটারদের।’

ব্যস্ত সময় মধ্য দিয়েও ভালো একটা দল গঠন করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন স্টিভ। এবিষয়ে তিনি বলেন, ‘ব্যস্ত একটা বছর পার করেও আবার একই ধরনের টিমের সঙ্গে শেষ করতে পারা দারুণ ব্যাপার। এ বছর আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে টি-টোয়েন্টি খেলেছি। এই ব্যাপারটা দারুণ যে, টিমে বড় একটা গ্রুপ অবদান রেখেছে।’

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সেইফার্ট ও টিম সাউদি।

আরও পড়ুন: পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট