Connect with us
ক্রিকেট

মজার ছলেই বাংলাদেশকে হারানো ইনিংস খেলেছেন উইল ইয়াং

Crifo will ypung
বাংলাদেশকে হারিয়ে দেয়া ইনিংস খেলেন উইল ইয়াং (বায়ে)। ছবি- ক্রিকইনফো

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কার্টেল ওভারের ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে এর আগে চাপ বাড়ে কিউই ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে ২৩৯ রান সংগ্রহ হলে। যেখানে টম লাথাম এবং উইল ইয়ংয়ের বিধ্বংসী জুটিতে ব্ল্যাকক্যাপসদের জয়ের ভিত গড়ে যায়।

বৃষ্টি বাধায় ৩০ ওভার খেলা ম্যাচে শেষ ১০ ওভারেই কিউই ব্যাটাররা টাইগার বোলারদের শাসন করে তুলে নেন ১২৮ রান। টম লাথাম ৭৭ বলে ৯২ রান করে ফিরে গেলেও শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন উইল ইয়ং। ৮৪ বলে খেলেন ১০৫ রানের এক ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশের জয়ের ভাগ্য। তবে ম্যাচ শেষে তিনি জানালেন, নিছক মজার ছলেই খেলেছিলেন ওই বিধ্বংসী ইনিংস।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে নিজের সেই আগ্রাসী ইনিংসের কথা জানালেন কিউইদের জয়ের নায়ক ইয়াং। তিনি বলেন, ‘শুরুর দিকে উইকেট যখন একটু কঠিন ছিল, টমি এবং আমি ভিত গড়ার কাজ করছিলাম। বৃষ্টিবিরতির পর জানতে পারলাম আমাদের হাতে কেবল ১০ ওভারের মতো বাকি আছে। তাই ভাবলাম, যেটুকু সময় আছে যাই, উইকেটে গিয়ে একটু মজা করে আসি।’

স্পিনারদের টার্গেট করে খেলার কথাও জানান তিনি, ‘প্রথম ওভারে ২ উইকেট হারানোর পর আমি ও টমি উইকেটে একটু থিতু হতে চাইলাম। ওই সময় বল অনেকটা সুইং করছিল। উঠেও আসছিল এক-আধটু। তবে মনে হচ্ছিল, পেস বলের তুলনায় স্পিন খেলাটা সহজ হবে। আমরা জানতাম ওদের স্পিন করতেই হবে। আমরা সেটিকেই লক্ষ্য বানিয়ে ছিলাম।’

তবে নিজের সৌভাগ্যের কথাও জানালেন ইয়াং, ‘শুরুতে কাজটা সহজ ছিল না। তবে ভাগ্য যেন কিছুটা আমাদের সাথেই ছিল। বাংলাদেশ তাদের অধিকাংশ ফ্রন্টলাইন বোলার আগেই ব্যবহার করে ফেলেছিল। তাই বিরতির পর তাদের কয়েকটা ওভার সমন্বয় করতে হয়েছে। আমরা ভেবেছিলাম স্ট্রাইকে যেই থাকি না কেন, চেষ্টা করব ছক্কা হাকাতে।’

আরও পড়ুন: মোহামেডান-বসুন্ধরা ফাইনালসহ আজকের খেলা (১৮ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট