বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না নিউজিল্যান্ডের কাইল জেমিসন। এর আগে তাকে স্কোয়াডে রাখা হলেও ইনজুরির কারণে ঝুঁকি না নিতে তাকে প্রথম ওয়ানডেতে বিশ্রামে রাখা হয়। পরবর্তীতে বাড়তি সতর্কতার জন্য বাকি দুই ম্যাচের জন্যও তাকে বিশ্রাম দিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।
সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের কোচ জানিয়েছিলেন, ‘কাইলের ব্যাপারে কোন প্রকার ঝুঁকি নিতে তিনি রাজি নন। যদি এমন পরিস্থিতির তৈরি হয় যে তাকে না খেলালে আর হচ্ছেই না, তবেই তাকে ওয়ানডে সিরিজে মাঠে দেখা যাবো অন্যথায় নয়।’
এক বিবৃতির মাধ্যমে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে, টেস্ট সিরিজকে মাথায় রেখেই ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে এই পেসারকে বিশ্রাম দেয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজটির পর থেকেই হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগছিলেন এই কিউই পেসার। সেবার দুই ম্যাচেই তিনি খেলেছিলেন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘সামনে আমাদের বেশ কিছু ক্রিকেট ম্যাচ আছে। আমরা কাইলকে কোন রকম ঝুঁকিতে ফেলতে চাই না। দলে তারুণ্যের প্রাধান্য থাকুক এটি আমরা ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণার সময়ই মাথায় রেখেছিলাম।’
এদিকে কাইল জেমিসন ছাড়াও ব্যাটসম্যান ফিন অ্যালেনকেও শুধুমাত্র দ্বিতীয় ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। অ্যালেনকে প্রথম ম্যাচের একাদশেও রাখা হয়নি। জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন নতুন মুখ ভিনসেন্ট বেন সিয়ার্স।
বেন সিয়ার্স জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন। আগামী ২০ ডিসেম্বর নেলসনে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকেরা। প্রথম ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: এশিয়া কাপ জয়ী যুবাদের নিয়ে যে পরিকল্পনা বিসিবির
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমএস/এমটি