তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে সুপার ওভারের নাটকীয়তায় হারিয়েছে পাকিস্তান নারী দল। নিউজিল্যান্ড প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ায় ২-১ এ সম্পন্ন হল সিরিজটি।
সোমবার (১৮ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের মেয়েরা। ক্রাইস্টচার্চের হাগলে ওভালে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৫১ রান করে পাকিস্তানের মেয়েরা। স্কোরলাইন সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১১ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার আলিয়া রিয়াজ এক চারের মারে ৫ বলে ৮ রান সংগ্রহ করেন। অপরপ্রান্তে নামা অধিনায়ক ফাতিমা সানা ১ বলে ২ রান করেন।
১২ রান তাড়া করতে নেমে প্রথম ৩ বলে ১ উইকেট হারিয়ে ২ রান সংগ্রহ করে কিউই মেয়েরা। চতুর্থ বলে ৬ মেরে ব্যবধান কমিয়ে আনেন ওপেনার সোফি ডিভাইন। তবে ৫ম বলে সোফির উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বোলার সাদিয়া ইকবাল।
আরও পড়ুন: মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ১০ জনের কিংস
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমটি