Connect with us
ক্রিকেট

এশিয়া জয় করে বিশ্ব জয়ের প্রস্তুতিতে নামছে বাংলাদেশের যুবারা

Bangladesh Under 19s
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ক’দিন আগেই আরব আমিরাতে এশিয়া জয়ের রূপকথা লিখেছে বাংলাদেশের যুবারা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছে জুনিয়র টাইগাররা। তবে আগামী মাসেই টাইগারদের সামনে রয়েছে বিশ্ব জয়ের পরীক্ষা। আর সে পরীক্ষায় ভালো করার জন্য পহেলা জানুয়ারি থেকেই বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে রাব্বি-শিবলিরা।

এশিয়া কাপ শেষ করে গতকালই (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। দেশে এসে ট্রফি নিয়ে উদযাপনও করেছে তারা। গত কয়েকদিন মাঠে অনেক ব্যস্ত সময় পার করেও এবার বিশ্রামের সুযোগ পাচ্ছেনা যুবারা।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারির ১ তারিখ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশের যুবারা। তাছাড়া প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলেও খেলবে যুবরা। ফলে বিশ্রামের কোন তেমন সুযোগ নেই তাদের। তবে বিসিএল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসারদের।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের রিদমে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ। এ বিষয়ে তারা জানায়, আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দিন নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে যুব বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।

আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। ৩০ তারিখে ফাইনাল শেষ করে একদিন বিরতি দিয়ে যুব বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে জুনিয়র টাইগাররা। প্রায় এক সপ্তাহর প্রস্তুতি ক্যাম্প শেষে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দেবে যুবারা। এরপর সেখানে কিছুদিন কন্ডিশনিং ক্যাম্প করবে তারা।

আরও পড়ুন: রোহিতের মুম্বাই ছাড়ার ব্যাপারে কি বলছে ফ্র্যাঞ্চাইজিটি?

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট