সম্প্রতি মাঠে খুব ভালো সময় পার করছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও দুর্দান্ত খেলছে টাইগ্রেসরা। টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় সম্পন্ন করার পর এবার ওয়ানডে সিরিজেও এক ম্যাচ জিতে এগিয়ে রয়েছে মেয়েরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৯১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। আর তাতেই ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় অনেক উপরে উঠে এসেছেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিয়ে ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন মুর্শিদা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৫৪। বাংলাদেশের হয়ে ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছেন ওপেনার ফারজানা হক। আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫০৯ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করেছেন।
এছাড়া বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নভেম্বর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া নাহিদা আক্তার। বর্তমানে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১২ নম্বরে অবস্থান করছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটসহ সবশেষ ৯ ম্যাচে ২০ টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
নাহিদার সমান ৫৬২ রেটিং পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছেন পাকিস্তানের অফ-স্পিনার নাশরা সান্ধু। এছাড়া ২০ নম্বরে রয়েছেন সালমা খাতুন, যদিও তিনি বর্তমানে দলের বাইরে রয়েছেন।
আরও পড়ুন: শাহীনকে অধিনায়ক করে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমটি