চন্ডিকা হাথুরুসিংহের ‘গুড বুকে’ থাকার কারণেই যে জাতীয় দলের দরজা সৌম্যর জন্য সব সময় খোলা থাকতো তা এক প্রকার ওপেন সিক্রেটই। হাথুরুকেও এমন প্রশ্ন আগে করা হলে তার সদুত্তর তিনি দেননি। আজ (বুধবার) নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌম্য সরকার।
আজকের আগে সৌম্য সরকার শেষ কবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তা মনে করতে গেলে যেতে হবে সেই ২০১৮ সালের জিম্বাবুয়ে সিরিজে। পাঁচ বছর আগে শেষ শতক পাওয়া এই টাইগার ওপেনার আজ কিউইদের বিপক্ষে আবারও সেঞ্চুরি পেয়েছেন। শুধু সেঞ্চুরিই পাননি, ১৫১ বলে ১৬৯ রানের ম্যারাথন এক ইনিংস উপহার দিয়েছেন টাইগার ভক্তদের। যদিও শেষমেশ ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। কিউইদের কাছে টানা দুই ওয়ানডে হেরে স্বাগতিকদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খোয়া গেছে টাইগারদের। আজকের ম্যাচটি হেরেছে ৭ উইকেটে।
দুর্দান্ত এই ইনিংসের পর সৌম্যের কাছে জানতে চাওয়া হয় – পুরনো সৌম্য কি আবার ফিরে আসলো কি না। একই সঙ্গে হাথুরুসিংহেকে নিয়েও তার কাছে জানতে চাওয়া হয়। সংবাদ সম্মেলনে আসা এই অলরাউন্ডার এর জবাবে বলেন, ‘আমি সৌম্য সৌম্যই ছিলাম। হাথুরু হয়তো আমাকে ভাল বুঝে, এজন্য সে আমাকে যা উপদেশ দিয়েছে তা আমার জন্য ক্লিকও করেছে। বিষয়টা হচ্ছে, আমরা কে কিভাবে দেখি। একটা মানুষ হেঁটে গেলে চাইলে তার মধ্যেও নেগেটিভিটি খুঁজে বের করা যাবে। আপনি যদি শুধু নেগেটিভিটিই খুঁজতে চান তাহলে সেটাই পাবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভিটিই খুঁজে পাবেন। হয়তো উনি (হাথুরু) পজিটিভ বিষয়ই চিন্তা করেছেন।’
খারাপ খেললে যে সমালোচনার মুখে পড়তে হবে সেটাও মানেন সৌম্য, ‘আমি তো ক্রিকেটার, আমাকে খেলা চালিয়েই যেতে হবে। ভালো করলে ভালোটা লিখবেন আর খারাপ করলে খারাপ। সেটা আপনাদের কাজ, আমার কাজ খেলতে থাকা। সমালোচনা নিয়ে কখনো ভেবে দেখিনি, ভাবলে হয়তো চাপে পড়ে যেতাম। আমি শুধু নিজের খেলার উপর, নিজের প্রক্রিয়ার উপর আস্থা রেখেছিলাম।’
তবে সমালোচনা নিয়ে নিজের খারাপ লাগার বিষয়টিও জানান তিনি, ‘একটা সময়ে এসব (সমালোচনা) খবর হয়তো দেখতাম। কিন্তু সত্যি বলতে, গত এক বছরে আমার ফোনে এই ধরনের সংবাদ আসেনি বললেই চলে। আমার সাথে কোন বন্ধু-বান্ধব বা অন্যরা ক্রিকেট নিয়ে কথা বললে আমি তাদের সাথে থাকি না। যে পজিটিভ কথা বলে তার সঙ্গেই থাকি, পজিটিভ থাকার চেষ্টা করি। ভালো-খারাপ দুই দিকই থাকবে। কিন্তু খারাপ করলে তো আর ক্রিকেট ছেড়ে দিতে পারবো না। ক্রিকেটের জন্যই এত দূর আসতে পেরেছি, ক্রিকেটের জন্যই আমার এত পরিশ্রম।’
আরও পড়ুন: সৌম্যের ইতিহাস গড়া ইনিংস তবু পারল না শান্তরা
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এমএস/এমটি