Connect with us
ক্রিকেট

আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

The star cricketers who did not get a team in IPL
২০২৪ আইপিএলের মিনি নিলামে দল না পাওয়া ক্রিকেটার। ছবি- সংগৃহীত

গত মাসেই ভারতের মাটিতে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। তাই আগে থেকেই ধারণা করা হচ্ছিল আইপিএলের এবারের নিলামে অজিদের দাম চড়া হবে। আর নিলামেও তাই স্পষ্ট হয়ে উঠে। প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়া নিলামে গতকাল (১৯ ডিসেম্বর) একের পর এক বড় বড় কান্ডের সাক্ষী হয় দুবাইয়ের কোকাকোলা অ্যারিনা। 

আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে বিগত সব রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। তার ঘন্টাখানেক পরই তার রেকর্ড ভেঙে দিয়ে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

তবে এত রেকর্ডর ভিড়ে আড়ালে পড়ে যান কিছু তারকা ক্রিকেটার যাদেরকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন দল। এর মধ্যে রয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এছাড়া অজি পেসার জস হ্যাজেলউডকেও দলে ভেড়ায়নি কোন দল।

কিউই ক্রিকেটার কাইল জেমিসনও অবিক্রিত রয়ে গেছেন। ২০২১ আইপিএলে ১৫ কোটি রুপিতে বিক্রি হওয়া জেমিসনকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি। এছাড়া নিউজিল্যান্ডের জেমি নিশাম, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরিরাও কোন দল পাননি।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দু’টি শতক হাকানো ইংলিশ ক্রিকেটার ফিল সল্টও অবিক্রিত রয়ে গেছেন। আইপিএল নিলামে অবিক্রিত থাকায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এছাড়া আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসা আদিল রশিদও অবিক্রিত রয়ে গেছেন।প্রোটিয়া ক্রিকেটার ভ্যান ডার ডুসেন, তাবরিজ শামসিদেরকেও দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন দল।

আরও পড়ুন: আইপিএলে দল না পাওয়া সল্ট দেখা দিলেন নতুন রূপে

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট