প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে এসে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম সেমিতে মিশরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
প্রথমবার ফাইনালে ওঠা ম্যানটিসির বিরুদ্ধে ফ্লুমিনেন্স এর ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামেই। আগামীকাল ২২ ডিসেম্বর রাত বারোটাই। এর আগে রাত সাড়ে আটটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আল আহলি-উরাওয়া রেড ডায়মন্ডস।
দ্বিতীয় সেমিতে চোটের কারণে দলে ছিলেন না সিটির গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড। তবে তাতে কোনো বেগ পেতে হয়নি। আগের আট ম্যাচে মাত্র তিনটিতে জেতা সিটি এখানে প্রত্যাশিতভাবেই আক্রমণাত্মক শুরু করে।
প্রথমার্ধের শেষদিকে যোগ করা সময়ে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। ১-০ গোলের লিডে বিরতিতে যায় দুদল। ফিরে এসে আক্রমণ বাড়ায় সিটি। ৫২ মিনিটে মাটেও কোবাচিচ ও ৫৯ মিনিটে বার্নানডো সিলভার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। পরে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানে জয় পায় সিটি।
অন্যদিকে এর আগের দিন প্রথম সেমিতে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের সঙ্গে দারুণ লড়াই করে মিশরের আল আহলি। কিন্তু ৭১ মিনিটে পেনাল্টির গোলে পিছিয়ে পড়লে আর সমতায় ফেরা সম্ভব হয়নি। উল্টো ৯০ মিনিটেচর মাথায় আরও একটি গোল খেয়ে বসে। এতে করে ২-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ফ্লুমিন্যান্স।
ইউরোপ সেরা ও লাতিন আমেরিকার সেরা দুই ক্লাবের লড়াইয়ে নিষ্পত্তি হবে শিরোপার। ভারতীয় অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেল খেলাটি সরাসরি দেখাবে না। এর জন্য রয়েছে ফিফা প্লাস ওয়েবসাইট। সেখানে ম্যাচটি সরাসরি দেখাবে।
আরও পড়ুন: মিরপুর শেরে বাংলার পরীক্ষা হবে বিপিএলেই
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এজে