ওয়ার্ম আপের সময় আম্পায়ারের সাথে অসদাচরণের দায়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ পেসার টম কারেন। কারেন আচরণবিধির তৃতীয় পর্যায়ের ধারা ভাঙেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে মাঠে ওয়ার্ম আপের সময় চতুর্থ আম্পায়েরর সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১১ ডিসেম্বরের ম্যাচের আগে। ওয়ার্ম আপে রান নেয়ার অনুশীলন করছিলেন কারেন। তখন চতুর্থ আম্পায়ার তাকে উইকেটের উপর দিয়ে রান নিতে নিষেধ করেন। কিন্তু কারেন উল্টো আম্পায়ারের উপরই ক্ষোভ প্রকাশ করেন। তার উপর চোখ রাঙিয়ে আম্পায়ারকেই উল্টা তার পথ ছেড়ে দিতে বলেন। উইকেটের অন্য প্রান্তে গিয়ে এমনভাবে রান নিতে থাকেন যেন আম্পায়ারকে ধাক্কা দেবেন। পরে আম্পায়ার তার পথ ছেড়ে দিতে বাধ্য হন।
পরে ভিডিও ফুটেজ দেখে বিগ ব্যাশ কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে ২.১৭ ধারায় আম্পায়ারের সঙ্গে অসদাচরণের প্রমাণ পেয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সে কারণে কারেনকে চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি চারটি পয়েন্ট দেয়া হয়েছে।
টম কারেনকে দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করবে সিডনি সিক্সার্স। বিষয়টি নিয়ে তারা জানায়, ‘কারেন এবং আমরা মনে করি সে জেনে বুঝে ঘটনাটি ঘটায়নি। আমরা এজন্য আইনি পদক্ষেপ নিতে চাই। তাকে দ্রুত মাঠে ফেরাতে আমরা তার পাশে আছি।’
আরও পড়ুন: নিষিদ্ধ হলেন দুই জিম্বাবুয়ে ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমএস/এমটি