Connect with us
ক্রিকেট

পাঁচ ভারতীয় ক্রিকেটার: আইপিএলে যাদের ক্ষতি কোটি টাকার বেশি

গত ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে। ছবি- সংগৃহীত

এবারের আইপিএলের মিনি নিলামে অনেক বিদেশি ক্রিকেটারই ভালো দামে দল পেয়েছেন। কিন্তু সে হিসেবে একাধিক ভারতীয় ক্রিকেটারের দাম এবারের আইপিএলের মিনি নিলামে বেশ কম উঠেছে। বলতে গেলে কয়েকজন ভারতীয় ক্রিকেটার গতবারের তুলনায় এবারে কম দামে আইপিএলে খেলতে নামবেন। এদের মধ্যে পাঁচ জন হলেন শার্দূল ঠাকুর, মনীশ পাণ্ডে, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া এবং শাহরুখ খান।

এবারের আইপিএল নিলামে আয়ের রেকর্ড গড়েছেন দুই অজি ক্রিকেটার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। বিদর্ভের অখ্যাত ক্রিকেটার শুভম দুবেও ৫ কোটি ৮০ লাখ টাকায় দল পেয়েছেন। অনেক ক্রিকেটারেরই প্রত্যাশা মাফিক দর উঠলেও কিছু ক্রিকেটারের দাম গতবারের তুলনায় কমে গিয়েছে। গতবারের থেকে প্রায় ৭ কোটি কম দামেও খেলতে হবে একজনকে। আবার গত আইপিএলে কয়েক কোটি টাকায় খেলা ক্রিকেটারকে এবার কয়েক লাখে খেলতে হবে এমন প্লেয়ারও আছে।

শার্দূল ঠাকুর: এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ভারতের বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর। গত বছর পর্যন্ত তিনি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন৷ কেকেআর থেকে পেতেন ১০ কোটি ৭৫ লাখ টাকা। তবে এবারের নিলামের আগে তাকে ছেড়ে দেয় কেকেআর। নিলামে নূন্যতম ২ কোটি দাম থাকা এই অলরাউন্ডারকে ৪ কোটি টাকায় দলে ভিড়িয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। অর্থাৎ এক বছরের ব্যবধানে শার্দূলের ৬ কোটি ৭৫ লাখ টাকা দাম কমেছে।

মনীশ পাণ্ডে: এই তালিকায় নাম উঠেছে মনীশ পাণ্ডেরও। গতবারেও দিল্লি ক্যাপিটালসে খেলা এই ব্যাটসম্যান ৪ কোটি ৬০ লাখ টাকা পেতেন। এবার তার সাবেক দল কলকাতা তাকে কিনেছে মাত্র ৫০ লাখ টাকায়। সুতরাং গতবারের তুলনায় মনীশের এবার দাম কমেছে ৪ কোটি ১০ লাখ টাকা।

কার্তিক ত্যাগী: কার্তিক ত্যাগীরও এবারে দাম কমে গেছে। গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা এই ক্রিকেটার ৪ কোটি টাকা পেতেন। এবারের নিলামে গুজরাট তাকে মাত্র ৬০ লাখ টাকায় দলে নিয়েছে। অর্থাৎ, এবারের আসরে ৩ কোটি ৪০ লাখ টাকা কম পাবেন কার্তিক।

চেতন সাকারিয়া: গত আসরে দিল্লির হয়ে খেলা চেতন সাকারিয়াও এবার আর্থিক ক্ষতির মুখ দেখেছেন। গেল বারেও ৪ কোটি ২০ লাখ টাকায় খেলা এই ফাস্ট বোলার এবার দল পেয়েছেন মাত্র ৫০ লাখ টাকায়। এবারের আসরে কলকাতার হয়ে খেলবেন তিনি। অর্থাৎ এবার ৩ কোটি ৭০ লাখ টাকা কম পাচ্ছেন চেতন।

শাহরুখ খান: বাকিদের তুলনায় অবশ্য তামিলনাড়ুর শাহরুখ খান কম ক্ষতির মুখ দেখেছেন। এই ব্যাটিং অলরাউন্ডার গত বারে খেলেছেন প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের হয়ে। গত আসরে ৯ কোটি পাওয়া এই অলরাউন্ডার এবার ৭ কোটি ৪০ লাখ টাকায় গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন। আর্থাৎ গত আসরের তুলনায় ১ কোটি ৬০ লাখ টাকা কমে খেলতে হবে শাহরুখকে।

আরও পড়ুন: সিরিজের মাঝ পথে কেন দক্ষিণ আফ্রিকা ছাড়লেন বিরাট কোহলি?

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট