Connect with us
ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তামিম ইকবাল?

Tamim Iqbal
জানুয়ারীতে বোর্ড সভায় তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ছবি- সংগৃহীত

চলতি মাসেই শেষ হচ্ছে ক্রিকেটারদের সাথে বিসিবির বর্তমান কেন্দ্রীয় চুক্তি। নতুন চুক্তিতে খুব বেশি পরিবর্তন আসবে না। তবে এই চুক্তি থেকে বাদ পড়তে পারেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির নতুন চুক্তিতে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদেরকেও অন্তর্ভুক্ত করা হবে না। বিগত দুই বছরের পারফরম্যান্স এবং ভবিষ্যতে খেলার সম্ভাবনা বিবেচনা করেই ক্রিকেটারদের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

এক্ষেত্রে সুখবর পেতে পারেন তাওহিদ হৃদয়। বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ হওয়ার পাশাপাশি ভবিষ্যতেও দলের হয়ে প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের। তাই ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হতে পারে তাকে।

তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরো দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব দলের নিয়মিত সদস্য হলেও এখনই তাদেরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবেনা। আগামী এক বছর তারা সিরিজভিত্তিক বেতন পাবেন।

বিসিবির নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর ক্রিকেট থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ক। পুনরায় কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তা নিয়ে এখনো অনিশ্চিত বিসিবি। তাই ২০২৪ কেন্দ্রীয় চুক্তিতে তাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা খুবই কম।

এবছর চুক্তিবদ্ধ থাকলেও জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি মোসাদ্দেক হোসেন সৈকত। তাই স্বাভাবিকভাবেই ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাবেন তিনি। নুরুল হাসান সোহান টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও টেস্ট চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে পারেন। এছাড়া সৌম্য সরকার, এনামুক হক বিজয় জাতীয় দলে নিয়মিত হলে ২০২৫ সালে চুক্তিতে ফিরবেন।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ক্রিকেটার: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, জাকির হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান ও রনি তালুকদার।

বাদ পড়তে পারেন যারা: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।

আরও পড়ুন: রেকর্ড জয়ের ম্যাচে শরিফুলের নতুন মাইলফলক 

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট